প্যারিস: অলিম্পিক্সে (Paris Olympics 2024) ভারতীয় তিরন্দাজির খুশির দিন। ইতিবাচক থাকার দিন। মহিলা দল এদিনই ব়্যাঙ্কিং পর্ব থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। এবার পুরুষ দলও কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা ছিনিয়ে নিল। ব়্যাঙ্কিং রাউন্ডে তৃতীয় স্থানে শেষ করল ভারতের পুরুষ দল।


অলিম্পিক্সের আনুষ্ঠানিক উদ্বোধন রাত পোহালেই। শুক্রবার সেন নদীর ওপর হবে বর্ণাঢ্য অনুষ্ঠান। তবে বুধবার থেকেই বিভিন্ন ইভেন্টের খেলা শুরু হয়ে গিয়েছে। যে ইভেন্টগুলিতে ভারতীয় অ্যাথলিটরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে বৃহস্পতিবার ছিল মহিলা ও পুরুষদের তিরন্দাজির ব়্যাঙ্কিং রাউন্ড। সেখানে দুই দলই ইতিবাচক ফল করল। ভারতের মহিলা তিরন্দাজি দলে রয়েছেন অভিজ্ঞ দীপিকা কুমারী (Deepika Kumari), অঙ্কিতা ভকত (Ankita Bhakat) ও ভজন কৌর (Bhajan Kaur)।


বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুরে মহিলাদের ব়্যাঙ্কিং রাউন্ডে ভারত চতুর্থ স্থান অর্জন করে। সরাসরি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করে নিয়েছে ভারতের মহিলা তিরন্দাজি দল। ভারতের তিন মহিলা তিরন্দাজ - দীপিকা কুমারী (Deepika Kumari), অঙ্কিতা ভকত (Ankita Bhakat) ও ভজন কৌর (Bhajan Kaur), তিনজনই প্রথম বত্রিশে মধ্যে শেষ করেছেন। ৬৬৬ স্কোর করে ১১তম স্থান পেয়েছেন অঙ্কিতা। যিনি এবারই প্রথম অলিম্পিক্সে নেমেছেন। তাঁর সতীর্থ তথা প্রথমবার অলিম্পিক্সে নামা ভজন কৌর ৬৫৯ পয়েন্ট করে ২২তম স্থান পেয়েছেন। ৬৫৮ পয়েন্ট পেয়ে ভারতীয় মহিলাদের মধ্যে তৃতীয় স্থানে অভিজ্ঞ দীপিকা। যিনি এ নিয়ে টানা চারটি অলিম্পিক্সে দেশের প্রতিনিধিত্ব করছেন।


 






বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় পুরুষ দলও ভাল ফল করল। ব়্যাঙ্কিং রাউন্ডে তৃতীয় স্থান পেল। পুরুষদের তিরন্দাজিতে ধীরাজ বোম্মাডেভারা (Dhiraj Bommadevara) দুরন্ত ছন্দে ছিলেন। ৬৮১ পয়েন্ট পেয়ে তিনি চতুর্থ স্থান পেয়েছেন। ৬৭৪ পয়েন্ট পেয়ে ১৪তম স্থান পেয়েছেন তরুণদীপ রাই (Tarundeep Rai)। দলের তৃতীয় সদস্য প্রবীণ যাদব ৬৫৮ পয়েন্ট পেয়ে ৩৯তম স্থান অর্জন করেছেন। সব মিলিয়ে ২০১৩ স্কোর করেছেন তিন তিরন্দাজ।


আরও পড়ুন: মরক্কোর বিরুদ্ধে ২ ঘণ্টা পরে গোল বাতিল! ফিফায় নালিশ করল আর্জেন্তিনা






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।