রাঁচি: তাঁর ফর্ম, ফিটনেস নিয়ে প্রচুর প্রশ্নচিহ্ন ছিল। তবে সময় যতই এগোচ্ছে বারংবার রোহিত শর্মা (Rohit Sharma) প্রমাণ করছেন কেন তিনি অনন্য। ওয়ান ডেতে নাগাড়ে তৃতীয় অর্ধশতরান হাঁকালেন রোহিত। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA) তাঁর ব্যাট থেকে এল ৫১ বলে ৫৭ রানের ইনিংস। এই ইনিংসের সুবাদেই সর্বকালীন ইতিহাস গড়ে ফেললেন রোহিত।
রোহিত শর্মার বড় শট মারা বা ছক্কা হাঁকানোর দক্ষতা নিয়ে কোনও প্রশ্নই থাকতে পারে না। এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে নিজের ৫৭ রানের ইনিংসে তিন তিনটি ছক্কা হাঁকান রোহিত। ২০তম ওভারে মার্কো জানসেনের বিরুদ্ধে নিজের ট্রেডমার্ক পুল শটে নিজের তৃতীয় ছক্কাটি মারেন রোহিত। এই ছক্কার সুবাদেই ইতিহাস গড়লেন তিনি। আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে 'হিটম্যান'ই বর্তমানে সর্বকালের সর্বাধিক ছক্কা হাঁকানোর মালিক। শাহিদ আফ্রিদির রেকর্ড ভেঙে ফেললেন রোহিত। তিনি জানসেনের বিরুদ্ধে এদিন নিজের ওয়ান ডে কেরিয়ারের ৩৫২তম ছক্কাটি হাঁকান।
ইনিংসের শুরুটা খানিকটা দেখেশুনেই করেছিলেন রোহিত। অপরদিকে তখন তাঁর ওপেনিং পার্টনার যশস্বী জয়সওয়াল আক্রমণ শানাচ্ছেন। তবে সময় যত এগোয় ততই ক্ষুরধার হয়ে উঠেন রোহিত। সুব্রায়েনের বিরুদ্ধে কাও কর্নারে তাঁর দুইটি ছক্কাই তাঁর আত্মবিশ্বাসের পরিচয় দিচ্ছিল। বিরাট কোহলির সঙ্গে মিলে শতরানের পার্টনারশিপও গড়েন রোহিত। তবে অর্ধশতরানের পরপরই জানসেনের বলে আউট হলেন রোহিত। তার আগে অবশ্য বিশ্বরেকর্ড গড়ে ফেললেন ভারতের মহাতারকা ক্রিকেটার।
এই ম্যাচে শুভমন গিল, শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতি এবং ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজাদের প্রত্যাবর্তনের ফলে প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ কেমন হবে, সেইদিকে সকলেরই নজর ছিল। অস্ট্রেলিয়া সফরে জাডেজাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। তবে ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে একাদশে ফিরলেন রবীন্দ্র জাজেজা। বহুদিন পর ভারতীয় ওয়ান ডে দলে সুযোগ পেলেন রুতুরাজ গায়কোয়াড়ও। তিনি সম্ভবত মিডল অর্ডারেই ব্য়াট করবেন। তবে একাদশে ঋষভ পন্থের জায়গা হল না।
একাধিক অলরাউন্ডার এবং ছয়টি বোলিং বিকল্প নিয়ে এদিন মাঠে নামছে ভারতীয় দল। যশপ্রীত বুমরাকে এই সিরিজ়ের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর অনুপস্থিতিতে অর্শদীপ সিংহকে বোলিং আক্রমণের নেতৃত্ব দিতে দেখা যাবে। এছাড়াও ফাস্ট বোলিং বিভাগে হর্ষিত রানা এবং প্রসিদ্ধ কৃষ্ণ রয়েছেন। স্পিন বোলারদের মধ্যে দলে সুযোগ পেয়েছেন কুলদীপ যাদব। রবীন্দ্র জাডেজা তো রয়েইছে, পাশাপাশি স্পিন বোলিং অলরাউন্ডার হিসাবে ওয়াশিংটন সুন্দরও একাদশে সুযোগ পেয়েছেন।