বেঙ্গালুরু: বিশ্বের অন্যতম সেরা ওপেনার তিনি। এমনকী সর্বকালের সেরা ওয়ান ডে ওপেনারদের তালিকাতেও হয়ত তাঁর নাম আসবে। কিন্তু আজ থেকে ১১ বছর আগে রোহিত শর্মা তখনও বোলারদের ভয়ের কারণ হয়ে ওঠেননি। সালটা ২০১৩। দিনটা ২ নভেম্বর। অর্থাৎ আজ থেকে ঠিক ১১ বছরে আগের কাহিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে সিরিজের ষষ্ঠ ম্য়াচ। আর সেই ম্য়াচেই ২০৯ রানের রাজকীয় ইনিংস খেলেছিলেন রোহিত। এই ইনিংসটির পর থেকেই মূলত 'হিটম্য়ান' নামে পরিচিত হয়ে গিয়েছিলেন রোহিত।
৭ ম্য়াচের ওয়ান ডে সিরিজ খেলতে ভারতে এসেছিল অস্ট্রেলিয়া। সিরিজ তখন ২-২ ছিল। ষষ্ঠ ম্যাচের আসর বসেছিল বেঙ্গালুরুতে। ভারত অধিনায়ক ছিলেন সেই সময় মহেন্দ্র সিংহ ধোনি। তিনি টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ভারতের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন রোহিত ও ধবন। ২ জনে মিলে ১১২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। ধবন ৬০ রানে ড্রেসিংরুমে ফিরলেও রোহিতকে আটকানো যায়নি। ১১৪ বলে প্রথমে সেঞ্চুরি পূরণ করেন হিটম্য়ান। এরপর যেন ব্যাটিংয়ে রান তোলার গতি আরও বাড়িয়ে দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত ১৫৬ বলে নিজের দ্বিশতরান পূরণ করেছিলেন রোহিত। ইনিংসের একেবারে শেষ ওভারে ক্লিন্ট ম্য়াকের বলে ক্যাচ আউট হয়ে যখন ফিরছেন রোহিত। তখন তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ২০৯ রান। সেই নিংসে ১২টি বাউন্ডারি ও ১৬টি ছক্কা হাঁকিয়েছিলেন বর্তমান ভারত অধিনায়ক।
সেই ম্য়াচে ভারত ৬ উইকেট হারিয়ে ৩৮৬ রান বোর্ডে তুলেছিল। রোহিতকে যোগ্য সঙ্গ দিয়ে ৩৮ বলে ঝোড়ো ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি সাতটি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকিয়েছিলেন।
ম্য়াচেও ভারত জয় ছিনিয়ে নেয় পরে। যদিও অস্ট্রেলিয়া লড়াই করেছিল। জেমস ফকনার ঝোড়ো শতরান ও হাঁকান ম্য়াচে। গ্লেন ম্য়াক্সওয়েলও অর্ধশতরান করেছিলেন। কিন্তু ম্য়াচ জেতাতে পারেননি তারা। ৩২৬ রানে অল আউট হয়ে যায় অজিরা। মহম্মদ শামি, রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন মিলে আট উইকেট নেন। ভারত সেই ম্য়াচটি ৫৭ রানে জিতে যায়। সেদিন ম্য়াচের সেরা হয়েছিলেন রোহিত। এমনকী সিরিজেও সর্বাধিক রান করার জন্য সিরিজ সেরার পুরস্কারও জিতেছিলেন হিটম্য়ান।