সিডনি: বর্ডার-গাওস্কর ট্রফির পঞ্চম টেস্টে (IND vs AUS 5th Test) খেলছেন না রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন যশপ্রীত বুমরা। খারাপ ফর্মে থাকা রোহিতের অবসর থেকে তাঁর অধিনায়কত্ব, সব নিয়েই প্রশ্ন উঠেছে। এর জবাবে রোহিত একদিকে যেমন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি অবসর নিচ্ছেন না, পাশাপাশি তাঁর স্পষ্ট কথা ভারতীয় অধিনায়কত্ব অর্জন করতে হয়।
সম্প্রতি ভারতীয় সাজঘরে নিয়ে প্রচুর জল্পনা-কল্পনা শোনা যায়। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয় রোহিতের খারাপ ফর্মে সাজঘরের একাধিক ব্যক্তিত্বের মধ্যে দলকে নেতৃত্ব দেওয়ার মনবাসনা জাগ্রত হয়েছে। সেই জল্পনা নিয়ে স্পষ্টভাবেই রোহিত জানিয়ে দিলেন জুনিয়রদের অধিনায়ক হওয়ার জন্য নিজেদের জায়গা তৈরি করতে হবে।
বর্ডার-গাওস্কর ট্রফি সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত বলেন, 'এটা বলা খুব মুশকিল (কোন তরুণ দলকে নেতৃত্ব দিতে পারেন জিজ্ঞেস করা হলে)। দলকে প্রচুর ছেলেপুলে আছে। তবে আমি চাই ওরা ক্রিকেটের গুরুত্ব, এই জায়গার গুরুত্বটা আগে বুঝুক। ওদের দায়িত্ব দেওয়ার প্রয়োজন অবশ্যই আছে। তবে সেটা তো ওদের অর্জন করতে হবে। পরবর্তী কয়েক বছর নিজেদের সবটা দিয়ে ওরা ক্রিকেটটা খেলুক। (নেতৃত্ব দেওয়ার দক্ষতা) অর্জন করুক।'
এরপরে কোহলি, ধোনিদের উদাহরণ দিয়ে রোহিত যোগ করেন, 'আমি রয়েছে, বুমরা রয়েছে এখন। ওর আগে বিরাট ছিল, তারও আগে এমএস ধোনি ছিলেন। সকলেই এই জায়গাটা অর্জন করেছে। কেউ তো আর সবটা প্লেটে সাজিয়ে দেয়নি। এমনি এমনি পাওয়া যায় না এটা। প্রচুর খাটা খাটনি করতে হয়। দলে প্রতিভার কমতি নেই। তবে একইসঙ্গে আমি এটাও জানাতে চাই যে ভারতীয় দলের অধিনায়ক হওয়াটা সহজ নয়। চাপ থাকবে। তবে সর্বোপরি দেশকে নেতৃত্ব দেওয়াটা বিরাট গর্বের। আমাদের যা ইতিহাস এবং আমরা যে ধরনের ক্রিকেট খেলি, তাতে (অধিনায়ক হলে) দুই কাঁধে প্রচুর দায়িত্ব নিতে হয়। তাই ওরা সবটা অর্জন করুক।'
রোহিতের বক্তব্যে একটা বিষয় স্পষ্ট, না তিনি অবসর নিচ্ছেন, না তিনি স্বেচ্ছায় এখনই জাতীয় দলের নেতৃত ছাড়ছেন। তবে এতে তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা কিন্তু খুব একটা কমেনি। অস্ট্রেলিয়া সফরের পর ভারতীয় ক্রিকেটে কোনও রদবদল হয় কি না, সেই দিকে সকলের নজর থাকবে।