অ্যান্টিগা: ব্যাট হাতে নিজের বড় শট এবং দুরন্ত টাইমিংয়ের জন্য বিখ্যাত রোহিত শর্মা (Rohit Sharma)। তার সতীর্থদের মুখে প্রায়শই রোহিতের ভাবলেশহীন, তথাকথিত 'কুল' মানসিকতার কথা শোনা যায়। মাঠে রোহিতের অধিনায়কত্বেও সেই ছাপ স্পষ্টই বোঝা যায়। অতীতে স্টাম্প মাইকে তাঁর না না কথা ধরা পড়েছে, যা মূলত তাঁর শব্দচয়নের জন্যই বেশ ভাইরাল হয়েছে। সম্প্রতি স্টাম্প মাইকে ধরা পড়া রোহিতের মন্তব্য ফের ভাইরাল হল।


বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইটের ম্যাচে স্টাম্প মাইকে রোহিতের মজাদার মন্তব্য ফের নেটিজেনদের নজর কেড়েছে। রোহিতকে বোলিং ইনিংসে কুলদীপকে বলতে শোনা যায়, 'কী করছিস! আড়া মারতে দে না। এইমাত্র এসেছে ও। একজন এইমাত্র আড়া ব্যাট চালাতে গিয়ে আউট হয়ে ফিরেছে। ওকেও মারতে দে না।' রোহিতের মজাদার ও বুদ্ধিদীপ্ত মন্তব্যের প্রশংসায় নেটিজেনরা। অনেকেই মনে করছেন এমনটা কেবলমাত্র রোহিতের পক্ষেই করা সম্ভব।


 



 


 



 


 



 


 






প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে ৫০ রানের বড় ব্যবধানে নিজেদের ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটের বিনিময়ে ১৯৬ রান তোলে টিম ইন্ডিয়া। জবাবে বাংলাদেশ ১৪৬ রানের বেশি করতে পারেনি। হার্দিক পাণ্ড্য ভারতের হয়ে ব্যাট হাতে সর্বাধিক ৫০ রানের ইনিংস খেলেন। বল হাতে কুলদীপ যাদব তিন উইকেট নেন। এই জয়ের সুবাদে টিম ইন্ডিয়ার সেমিফাইনালে পৌঁছনো কিন্তু কার্যত নিশ্চিত। দল ১১ বছরের খরা কাটিয়ে এবার আইসিসি ট্রফি জিততে পারে কি না, সেটাই দেখার।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: প্রথম দল হিসাবে বেঙ্গল প্রো টি-২০-র সেমিফাইনালে মুর্শিদাবাদের মহিলা দল, জয় পেল মালদাও