কলকাতা: বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে (Women’s Bengal Pro T20 league) মহিলাদের বিভাগে প্রথম সেমিফাইনালিস্ট নির্ধারিত হয়ে গেল। হাওড়া ওয়ার্রিয়ার্সকে হারিয়ে টুর্নামেন্টের শেষ চারে নিজেদের জায়গা পাকা করে নিল মুর্শিদাবাদ কুইন্স (Murshidabad Kueens)। রবিবার যাদবপুরের সল্ট লেক ক্যাম্পাসের মাঠে হাওড়ার দলের বিরুদ্ধে ১০ রানের জয়ে সেমিফাইনাল সুনিশ্চিত করল মুর্শিদাবাদে দল। ছয় ম্যাচের মধ্যে পাঁচটি জিতে তাঁদের দখলে বর্তমানে ১০ পয়েন্ট রয়েছে। পয়েন্ট তালিকায় মুর্শিদাবাদই শীর্ষে। অপরদিকে, সমসংখ্যক ম্যাচ খেলে তিনটিতে জয় পয়েছে পয়েন্ট হাওড়ার দল। ছয় পয়েন্ট নিয়ে তাঁরা আপাতত পয়েন্ট তালিকায় চারে।
লো স্কোরিং ম্যাচে মুর্শিদাবাদের হয়ে ব্যাট হাতে রীতিকা বাদে আর কেউই তেমন নজর কাড়তে পারেননি। কোনওক্রমে তাঁরা নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ১০১ রান তোলে। হাওড়া ওয়ারিয়ার্সের হয়ে অধিনায়ক ধারা গুজ্জর ২০ রানের বিনিময়ে দুই উইকেট নেন। জবাবে হাওড়ার ব্যাটাররা চূড়ান্ত ব্যর্থ হন। ধারা গুজ্জর ৪৭ রানের ইনিংস খেললেও, বাকিরা কেউই তাঁকে সঙ্গই দিতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে মাত্র ৯১ রান তোলে হাওড়া। মুর্শিদাবাদের অলরাউন্ড বোলিং পারফরম্যান্সই তাঁদের জয়ের পথ সুগম করে। দলের হয়ে প্রিয়ঙ্কা সরকার, শ্রেয়সী আইচ দুইজনে ১৭ রানের বিনিময়ে দুইটি করে উইকেট নেন। স্নেহা গুপ্ত ও প্রিিয়ঙ্কা প্রসাদ যথাক্রমে সাত ও ১৭ রান খরচ করে একটি করে উইকেট নেন।
দিনের মহিলাদের দ্বিতীয় ম্যাচে সহজ জয় পেল স্মেশার্স মালদা। হারবার ডায়মন্ডসকে তাঁরা আট উইকেটে পরাজিত করল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওভার সংখ্যা কমিয়ে ১৬ করা হয়। হারবার ডায়মন্ডস ১৬ ওভারে সাত উইকেট হারিয়ে মাত্র ৫৮ রান তোলে। মালদার হয়ে শ্রেয়া করার মাত্র দুই রান দিয়ে দুই উইকেট নেন। রানের পুঁজি একেবারেই বেশি ছিল না। ম্যাচ জিততে মালদার বেশি ঘাম ঝরানোর প্রয়োজনও হয়নি। ১৪.৩ ওভারে হেসেখেলে জয় সুুনিশ্চিত করেন তাঁরা। মালদার হয়ে সৌমশ্রী ভৌমিক সর্বাধিক ২৩ রানের ইনিংস খেলেন। তাঁর দৌলতেই সহজ জয় পায় দল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: টানা ৬ ম্যাচে হার মনোজদের, প্রথম দল হিসাবে বেঙ্গল প্রো টি-২০-র সেমিফাইনালে মালদা