মুম্বই: তাঁর নেতৃত্বে বাংলাদেশকে সদ্য টেস্ট সিরিজে ২-০ হারিয়েছে ভারত (India vs Bangladesh)। টি-২০ থেকে অবসর নিয়েছেন হিটম্যান। সেই কারণে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলছেন না। সামনেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)।
তারই মাঝে বুধবার মুম্বইয়ের রাস্তায় দেখা গেল হিটম্যানকে। ভক্তদের আব্দারে গাড়ি দাঁড় করালেন রোহিত। মেটালেন ছবি তোলার আব্দার। সেই ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
বুধবার মুম্বইয়ের রাস্তায় রোহিতকে দেখা যায় তাঁর বিলাসবহুল নীল রংয়ের গাড়ি নিজেই চালিয়ে যাচ্ছেন। সেই সময়ই কয়েকশো ভক্ত অনুরাগী রাস্তায় জড়ো হয়ে যান। রোহিতের নামে জয়োধ্বনি ওঠে।
ভক্তদের দেখে গাড়ি থামান রোহিত। কাচ নামিয়ে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন। এক মহিলা ভক্ত রোহিতকে সামনাসামনি দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন। সেই ভক্ত রোহিতকে জানান যে, বুধবার, ৯ অক্টোবর তাঁর জন্মদিন। সঙ্গে সঙ্গে হাসি মুখে সেই মহিলা ভক্তের সঙ্গে করমর্দন করেন রোহিত। তাঁকে জানান জন্মদিনের শুভেচ্ছা। ওই মহিলা সমর্থক হয়তো ভাবতেও পারেননি যে, তাঁর দিনটি এত স্পেশ্যাল করে তুলবেন প্রিয় নায়ক। তিনি ধন্যবাদ জানান রোহিতকে।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, এক ভক্ত চিৎকার করে বলছেন, 'আমরা আপনাকে ভালবাসি স্যর।' তবে তাঁর জন্য ভিড় জমে গিয়েছে দেখে রোহিত সতর্ক ছিলেন। সপ্তাহের মাঝে ব্যস্ত দিনে তাঁর জন্য যাতে যানজট তৈরি না হয়, সে ব্যাপারে তৎপর ছিলেন।
নিউজ়িল্যান্ড সিরিজের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন রোহিত। ১৬ অক্টোবর থেকে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু। মুম্বইয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন রোহিত। শরীরচর্চা করছেন নিয়ম মেনে। চলতি সপ্তাহেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা করবেন সিনিয়র নির্বাচকেরা। প্রথম টেস্ট ম্যাচটি হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। দ্বিতীয় ও তৃতীয় টেস্ট ম্যাচ হবে যথাক্রমে পুণে ও মুম্বইয়ে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।