ব্রিসবেন: ব্যাট হাতে একের পর এক ব্যর্থতা, অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন। সময়টা যে রোহিত শর্মার (Rohit Sharma) জন্য একেবারেই ভাল কাটছে না, তা বলাই বাহুল্য়। ব্রিসবেনে ফের একবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টেও (IND vs AUS 3rd Test) ব্যাট হাতে ব্যর্থ হন ভারতীয় অধিনায়ক। আউট হয়ে সাজঘরে ফেরার সময় রোহিতের এক কাণ্ডেই তাঁর অবসরের জোর জল্পনা শুরু হয়ে গেল। 


নাগাড়ে তৃতীয় টেস্ট ইনিংসে ছয় নম্বরে ব্যাট করতে নেমে রোহিত ব্যর্থ হলেন। ১০ রান করে সাজঘরে ফিরতে হয় তাঁকে। চতুর্থ দিন প্রথম রান করতে ১০ বল অপেক্ষা করতে হয় রোহিতকে। মঙ্গলবার প্যাট কামিন্সের বল একবার তাঁর ব্যাটের ভিতরের দিকের কানায় লেগে স্টাম্পের গা ঘেঁষে চলে যায়। তখন মনে করা হয়েছিল ভাগ্য রোহিতের সঙ্গে রয়েছে। যদিও অজি বোলাররা, বিশেষ করে কামিন্স রোহিতকে স্বস্তিতে থাকতে দেননি। কামিন্সের বলেই আউট হন রোহিত।


এরপরেই সাজঘরে ফেরার পথে হতাশ রোহিত বাউন্ডারি পার করেই ডাগ আউটের সামনে, ঠিক অ্যাড বোর্ডগুলির পিছনে নিজের দস্তানা ফেলে রেখে যান। এই ঘটনাটির বিভিন্ন ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনেকে মনে করেন রোহিত এই ঘটনার মাধ্যমে নিজের অবসরের ইঙ্গিত দিচ্ছেন। যদিও গোটা বিষয়টিই জল্পনা। তবে রোহিত যে সেরা ফর্মে নেই এবং তাঁকে দল থেকে বাদ দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে, তা অস্বীকার করার জায়গা নেই।


 






চলতি বছরের শুরুটা 'হিটম্যান' ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে করেছিলেন। তবে সেপ্টেম্বরের পর থেকে লাল বলের ক্রিকেটে রোহিতের ব্যাট শান্তই থেকেছে। ১৩ ইনিংসে ১৫২ রান এসেছে তাঁর ব্যাট থেকে। এই সময়কালে মাত্র একটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন ৩৭ বছর বয়সি তারকা ক্রিকেটার। তাই স্বাভাবিকভাবেই তিনি প্রবল জল্পনার শিকার হচ্ছেন। তবে অজ়িভূমে দুই টেস্টে এখনও বাকি রয়েছে। মেলবোর্ন ও সিডনিতে নিশ্চয়ই ব্যাট হাতে প্রভাব ফেলতে মরিয়া হয়ে মাঠে নামবেন রোহিত। 










আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।










আরও পড়ুন: কোহলির ব্যাট নিয়ে বিশাল ছক্কা আকাশের, দেখে হতবাক বিরাটও, গাব্বায় বাঁচল ফলো অনের লজ্জা