কটক: দীর্ঘ অপেক্ষা। রবিবাসরীয় কটক (IND vs ENG 2nd ODI) সাক্ষী থাকল 'হিটম্য়ান-শো'র। প্রায় ছয় মাস পর দাপুটে মেজাজে শুধু অর্ধশতরানের গণ্ডি পার নয়, কেরিয়ারের ৩২তম ওয়ান ডে সেঞ্চুরিটি হাঁকিয়ে ফেললেন রোহিত শর্মা (Rohit Sharma)। তবে ব্যাটিং করার সময়ই মেজাজও হারালেন ভারতীয় অধিনায়ক! কার ওপর রেগে গেলেন রোহিত?


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে ক্ষুব্ধ রোহিতকে কারুর দিকে ঈশারা করে কিছু বলতে দেখা যাচ্ছে। চোখে মুখে তাঁর বিরক্তি। ভাইরাল ভিডিও দেখে অনেকেরই আন্দাজ মাঠের ডিজের উদ্দেশে ঈশারা করে তাঁকে গান বন্ধ করার জন্য বলছিলেন রোহিত। ম্যাচে ভারতীয় ইনিংস চলাকালীন মাঠের একটি বাতিস্তম্ভের আলো সম্পূর্ণভাবে নিভে যায়। এর জেরে প্রায় আধ ঘণ্টা মতো ম্যাচ বন্ধ থাকে। তারপরেই ঘটনাটি ঘটে। রোহিতরা ম্যাচ শুরু হলে মাঠে নেমে গার্ড নেওয়ার জন্য তৈরি হয়ে গেলেও, তখনও গান বেজেই চলেছিল। সেই কারণেই সম্ভবত রোহিত নিজের মেজাজ হারান।


 






রোহিত এদিন সেঞ্চুরি করুন এবং স্বমহিমায় তা ছক্কা হাঁকিয়েই সম্পূর্ণ হোক, অনেক রোহিত-অনুরাগী এমনটাই আশা করছিলেন। হলও তাই। সমর্থকদের হতাশ করলেন না ভারতীয় অধিনায়ক। আদিল রশিদের বলে স্টেপ আউট করে লং অনের ওপর দিয়ে ছয় মেরে শতরান পূরণ করেন তিনি। এদিন কিন্তু ছক্কার নিরিখেও খরা কাটল রোহিতের। ৪ মাস ও ১০ ইনিংস পর আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কা হাঁকালেন রোহিত। একই সঙ্গে ওয়ান ডে ফর্ম্যাটে ছক্কা হাঁকানোর নিরিখে টেক্কা দিয়ে দিলেন ক্রিস গেলকে। 


আন্তর্জাতিক ওয়ান ডে ম্য়াচে ক্রিস গেল মোট ৩৩১টি ছক্কা হাঁকিয়েছিলেন। এই ম্যাচে নামার আগে তাঁর সঙ্গে সমসংখ্যক ছক্কা হাঁকিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু এদিন প্রথম ছক্কাটি হাঁকানোর পরই গেলকে টেক্কা দিয়ে দেন হিটম্যান। বিশ্ব ক্রিকেটে ওয়ান ডে ফর্ম্যাটে সর্বাধিক ছক্কা হাঁকানোর তালিকায় রোহিত দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। রোহিত এদিন নিজের ইনিংসে মোট সাতটি ছক্কা হাঁকান। ৯০ বলে ১১৯ রানের ইনিংস খেলেন রোহিত। তাঁর এই দুরন্ত সেঞ্চুরির জন্য রোহিতকে ম্যাচের সেরা ঘোষণা করা হয়। রোহিতের ইনিংসে ভর করেই ভারতীয় দল ৩৩ বল ও চারটি উইকেট বাকি রেখেই দ্বিতী ওয়ান ডে ম্যাচ তথা সিরিজ় জিতে নেয়।


আরও পড়ুন: ২৮ ইনিংসে ছয়টি সেঞ্চুরি ওপেনিং পার্টনারশিপ, রোহিত-শুভমন জুটির সাফল্যের কারণ কী?