সিডনি: কেরিয়ারের শেষ টেস্ট কি মেলবাের্নেই খেলে ফেলেছেন রোহিত শর্মা (Rohit Sharma)? ভারতীয় ক্রিকেট মহলে এখন এই কানাঘুষোই শোনা যাচ্ছে। সিডনি টেস্টের আগের দিন নিয়ম মত যে কোনও দলের অধিনায়কের আসার কথা সাংবাদিক বৈঠকে। কিন্তু রোহিতকে দেখা যায়নি। গৌতম গম্ভীর (Gautam Gambhir) এসেছিলেন। সেখানেই আভাস দেন তিনি যে রোহিতকে ছাড়াই হয়ত ভারতীয় ক্রিকেট দল খেলতে নামবে সিডনিতে। সেক্ষেত্রে জসপ্রীত বুমরার নেতৃত্বেই শুক্রবার থেকে শুরু হতে চলা ম্য়াচে খেলতে নামবে টিম ইন্ডিয়া। কিন্তু এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, টেস্ট ফর্ম্য়াটে কি আর কোনওদিনও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে রোহিতকে? হয়ত উত্তরটা না।
বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছেন, ''মেলবোর্ন টেস্টই রোহিতের টেস্ট কেরিয়ারের শেষ ম্য়াচ হয়ে গিয়েছে। বিসিসিআই যদি ওঁকে আলাদা করে আরও একটা টেস্ট ম্য়াচ খেলার অনুরোধ করে, তবে তা আলাদা বিষয়। কিন্তু তা না হলে রোহিতকে আর হয়ত টেস্ট ম্য়াচ খেলতে দেখা যাবে না ভারতীয় দলের জার্সিতে।'' উল্লেখ্য, দেশের জার্সিতে ৬৭ টি টেস্ট ম্য়াচ খেলেছেন হিটম্য়ান।
সিডনিতে ম্য়াচর আগের দিনের ভারতীয় দলের অনুশীলনেও রোহিতকে দেখা গিয়েছে একেবারে শেষ মুহূর্তে মাঠে আসতে। মাঠে গৌতম গম্ভীর ও বুমরার সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে তাঁকে অনেকটা সময় ধরে। তবে নেট সেশনে বিরাট, শুভমন, কে এল ও যশস্বীর সঙ্গে ব্যাটিং অনুশীলন করতে দেখা যায়নি। এমনকী স্লিপ কর্ডনে ফিল্ডিং অনুশীলনের সময়ও দেখা যায়নি ভারত অধিনায়ককে। শেষে ১০ মিনিটের জন্য নেটে গিয়ে ব্যাটিং সারেন। রোহিত না খেলায় সেক্ষেত্রে তিন নম্বর স্লটে ব্যাটিং করতে দেখা যাবে শুভমন গিলকে। মেলবোর্নে তাঁকে একাদশের বাইরে রাখা হয়েছিল।
বর্ডার গাওস্কর ট্রফির শেষ ম্যাচের আগে ভারতীয় দল আপাতত ১-২ সিরিজ়ে পিছিয়ে রয়েছে। সিরিজ়ের শেষ ম্যাচের ওপর একদিকে যেমন বর্ডার-গাওস্কর ট্রফি রিটেন করা নির্ভরশীল, তেমনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভাগ্যও নির্ভর করছে। তাই এই ম্যাচটি ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবর অনুযায়ী, গম্ভীরের কোচিংও এই ম্যাচের ফলাফলে ওপর খানিকটা নির্ভরশীল। তাই ম্যাচটি ঘিরে আগ্রহ তুঙ্গে। এই ম্যাচের জন্য শোনা যাচ্ছে খারাপ ফর্মে থাকা রোহিত দল থেকে বাদ পড়তে পারেন। তাঁর বদলে বুমরাকে অধিনায়কত্ব করতে দেখা যেতে পারে।