নয়াদিল্লি: সাম্প্রতিক সময়ের সেরা ব্যাটারদের নাম উঠলে, রোহিত শর্মার (Rohit Sharma) নাম সেই তালিকায় থাকবেই। বিশ্বের তাবড় তাবড় বোলারদের রাতের ঘুম কেড়ে নেওয়ার দক্ষতা রয়েছে ভারতীয় (Indian Cricket Team) অধিনায়কের। তবে তাঁকে কোন বোলারের বিরুদ্ধে ব্যাট করতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে, এবার সেই নিয়ে মুখ খুললেন 'হিটম্যান'।
রোহিত জানান দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার ডেল স্টেইনকেই (Dale Steyn) খেলতে তাঁকে সবথেকে বেশি সমস্যায় পড়তে হত। তিনি বলেন, 'যে বোলার আমাকে সবথেকে বেশি চ্যালেঞ্জ করেছে এবং যার বিরুদ্ধে খেলাটা আমি বেশ উপভোগ, সে ডেল স্টেইন। ও দুরন্ত খেলোয়াড় এবং দারুণ দক্ষতাসম্পন্ন। খুব কম বোলারই ১৪০-র অধিক গতিতে বল সুইং করতে পারে। তাদের মধ্যে ও অন্যতম, যে নিরন্তরভাবে সেটা করতে পারত। সেই কারণেই পিচে বাউন্স না থাকলেও, ওকে কিন্তু সমস্যায় পড়তে হত না।'
প্রসঙ্গত, ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগই পাননি রোহিত। তবে ১২ বছর পর তাঁর নেতৃত্বেই ভারতীয় দল এই বিশ্বকাপে মাঠে নামবে। ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়া চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচ খেলবে। তাঁর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ ভারতীয় দলের সামনে।
বৃষ্টিতে ভেসে গিয়েছিল প্রথম প্রস্তুতি ম্যাচ। গুয়াহাটি ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচে টস হলেও, এক বলও গড়ায়নি। তাই মঙ্গলবারই বিশ্বকাপে (ODI World Cup 2023) মাঠে নামার আগে শেষবার নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের (IND vs NED) মুখোমুখি হবে ভারত। সেই লক্ষ্যেই কেরলে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে কিন্তু ভারতীয় দল নিজের সকল খেলোয়াড়দের ফিটনেস ও ফর্ম ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে।
ভারতীয় দল অজ়িদের সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে হারালেও, বিশ্বকাপের মঞ্চে রেকর্ড চ্যাম্পিয়নদের হারানো যে একেবারেই সহজ হবে না, তা বলাই বাহুল্য। বিশ্বকাপের আগে মিচেল স্টার্কও কিন্তু দারুণ ফর্মে রয়েছেন। নেদারল্য়ান্ডসের বিরুদ্ধে নিজেদের গত বিশ্বকাপ ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন তিনি। এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করতেই পারেন সমর্থকরা।
আরও পড়ুন: 'এবারের বিশ্বকাপে সেরা স্পিনার কুলদীপ',চায়নাম্যানকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক অধিনায়কের