মুম্বই: তাঁকে লখনউ সুপার জায়ান্টস ছেড়ে কলকাতা নাইট রাইডার্সের (KKR) মেন্টর হিসাবে দায়িত্ব নিতে রাজি করাতে আসরে নেমেছিলেন স্বয়ং তিনি। শাহরুখ খানের (Shah Rukh Khan) কথাতেই কেকেআর সংসারে ফিরতে রাজি হয়ে যান গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এবং এসেই বদলে দেন নাইট শিবিরের খোলনলচে। দশ বছরের ট্রফি খরা কাটিয়ে ফের আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর।
তবে গম্ভীরের 'ঘর ওয়াপসি' দীর্ঘস্থায়ী হয়নি। কারণ, টি-২০ বিশ্বকাপের পরই রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হিসাবে ভারতীয় দলের কোচ হয়েছেন গম্ভীর। কেকেআরকে ছেড়ে দিতে হয়েছে অধিনায়ক হিসাবে ২ বার ও মেন্টর হিসাবে একবার তাদের আইপিএল চ্যাম্পিয়ন করার কারিগরকে।
তাই বলে কি শাহরুখ খানের সঙ্গে গম্ভীরের সম্পর্ক চিড় খেয়েছে? উত্তর পাওয়া গেল মুম্বইয়ে অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে। বিয়ের অনুষ্ঠান উপলক্ষ্যে চাঁদের হাট বসেছিল অম্বানিদের বাড়িতে। সেখানে আমন্ত্রিত ছিলেন শাহরুখ, গম্ভীর - দুজনই। সেই অনুষ্ঠানেই দেখা হয় দুই তারকার। শাহরুখ গিয়েছিলেন স্ত্রী গৌরী, পুত্র আরিয়ান, কন্যা সুহানা সহ গোটা পরিবার নিয়ে। গম্ভীরও গিয়েছিলেন স্ত্রী নাতাশাকে নিয়ে।
কী কথোপকথন হয়েছে শাহরুখ ও গম্ভীরের?
একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, গম্ভীরকে দেখেই জড়িয়ে ধরছেন কিংগ খান। বলছেন, 'কিছু সম্পর্ক আজীবনের জন্য হয়।'
শাহরুখের সৌজন্য দেখে আপ্লুত ভক্তকুল। এমনিতেই বিয়ের অনুষ্ঠানে শাহরুখের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে বলিউডের বাদশাকে দেখা গিয়েছে অমিতাভ বচ্চন ও তাঁর স্ত্রী জয়া বচ্চনের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। চুমু খেয়ে ধরছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরের হাত। সকলেই শাহরুখের সৌজন্য দেখে মুগ্ধ।
শোনা যায়, জাতীয় দলের স্বার্থে গম্ভীরকে ছাড়ার জন্য শাহরুখের সঙ্গে কথা বলেছিলেন জয় শাহও। দেশের জন্য গম্ভীরকে আটকে রাখতে চাননি বাজিগরও। তারপরই গম্ভীরকে ভারতের কোচ হিসাবে নিযুক্ত করেছে বোর্ড।
আরও পড়ুন: রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে ২-১ হারিয়ে রেকর্ড চতুর্থবার ইউরো চ্যাম্পিয়ন স্পেন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।