মুম্বই: এখনও পর্যন্ত অফিশিয়ালি কিছু জানানো হয়নি বোর্ডের তরফে। কিন্তু মোটামুটি এটুকু পরিষ্কার হয়েই গিয়েছে যে রাহুল দ্রাবিড়ের জুতোয় পা গলাতে চলেছেন গৌতম গম্ভীর (Gautam Gamhir)। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) নতুন কোচ হিসেবে হয়ত গম্ভীরকেই দেখতে পাওয়া যাবে আগামীতে। কিন্তু কবে থেকে? ওযেস্ট ইন্ডিজ থেকে ফেরার পর জিম্বাবোয়ে উড়ে যাবে টিম ইন্ডিয়া। পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে সেখানে একেবারে তরুণ ভারতীয় দল। যার নেতৃত্ব দেবেন শুভমন গিল। সেখানেই কি গম্ভীরকে কোচ হিসেবে দেখা যাবে? 


ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ কিন্তু বার্তা পাঠিয়ে দিলেন। আপাতত শোনা যাচ্ছে যে জিম্বাবোয়ে সফরে হয়ত ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি প্রধান ভিভএস লক্ষ্মণকেই দেখা যাবে কোচ হিসেবে। তাঁর সঙ্গে সাপোর্ট স্টাফ হিসেবে জিম্বাবোয়েতে যাবেন এনসিএরই কয়েকজন। কিন্তু নতুন কোচ হিসেবে যদি গম্ভীরই শেষ পর্যন্ত নিযুক্ত হন, তবে তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট হতে চলেছে শ্রীলঙ্কা সফর। বার্বাডোজেই এক সাক্ষাৎকারে জয় শাহ জানিয়েছেন, ''ক্রিকেট অ্যাডভাইসারি কমিটি ইতিমধ্যেই কোচের পদের জন্য ইন্টারভিউ নিয়ে নিয়েছে। দুজনের নাম বাছাই করা হয়েছে। আপাতত জিম্বাবোয়ে সফরে ভিভিএস লক্ষ্মণ দায়িত্ব নিয়ে যাবেন। কিন্তু শ্রীলঙ্কা সফর থেকে শুরু হবে নতুন কোচের পথ চলা।''


গত মরশুমে আইপিএলে কেকেআরের মেন্টর হিসেবে যোগ দিয়েই দলকে চ্যাম্পিয়ন করেছিলেন। এর আগে কেকেআরের অধিনায়ক হিসেবে খেতাব জিতেছিলেন। দেশের জার্সিতে দুটো বিশ্বকাপ জিতেছেন। গতকালই বোর্ড সভাপতি রজার বিনি বলেছিলেন, ''গৌতম গম্ভীর ভীষণ অভিজ্ঞ। ও দায়িত্ব নিলে সেটা নিশ্চিতভাবেই ভারতীয় ক্রিকেটের জন্য দারুণ হবে। ওর মতো একজন অভিজ্ঞ ব্যক্তিকেই ভারতীয় দলের প্রয়োজন। ভারতীয় দলের এমন একজন কোচকে দরকার যে অনেক ক্রিকেট খেলেছে এবং তিন ফর্ম্যাটেই দীর্ঘদিন খেলেছে।''


উল্লেখ্য, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সভাপতি থাকাকালিন ভারতীয় ক্রিকেট দলের কোচ নিযুক্ত হয়েছিলেন রাহুল দ্রাবিড়। অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন রোহিত শর্মা। দু জনে মিলে গত আড়াই বছরে দেশকে অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছিলেন। যার শেষটা ছিল একেবারে মধুরেণ সমাপয়েৎ। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। কোচ ও অধিনায়ক হিসেবে পথ চলা শেষ হয়েছে রোহিত ও দ্রাবিড়ের। টি-টোয়েন্টিতে রোহিত অবসর নিয়েছেন। টেস্ট ও ওয়ান ডে অধিনায়ক তিনি থাকবেন। কিন্তু দ্রাবিড়কে আর ভারতের কোচ হিসেবে দেখা যাবে না।