নয়াদিল্লি: ইংল্যান্ডে জোরকদমে চলছে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি। পাঁচ টেস্টের সিরিজ়ে একে অপরের মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। ইতিমধ্যেই টিম ইন্ডিয়া প্রথম টেস্টে পরাজিত হয়েছে। ২ জুলাই থেকে দ্বিতীয় টেস্টে সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে মাঠে নামবেন শুভমন গিলরা। তবে তিনি এসবের থেকে আপাতত অনেকটাই দূরে রয়েছেন। তিনি রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতীয় দলের প্রাক্তন টেস্ট অধিনায়ক।
বছরের শুরুতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ে টিম ইন্ডিয়ার হারের পর সমালোচনার মুখে পড়েছিলেন রোহিত। তবে ইংল্যান্ড সিরিজ়ের আগেই তিনি টেস্ট থেকে অবসর ঘোষণা করেন। তাই আপাতত টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের চাপের থেকে বেশ খানিকটা দূরে ছুটি কাটাচ্ছেন রোহিত। অবশ্য টিম ইন্ডিয়ার বর্তমান আস্তানা ইংল্যান্ডের থেকে তিনি খুব দূরে নন।
রোহিতকে ইতালির মিলানের রাস্তায় দেখা গেল। রোহিত নিজেও অবশ্য স্ত্রী, পরিবারের সঙ্গে ছুটি কাটানোর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তাঁর মিলানে ছুটি কাটানোর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায়ও ভাইরাল হয়। মিলানের রাস্তায়ও অনুরাগীদের সঙ্গে তাঁকে ছবি তুলতে দেখা যায়।
টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া রোহিত এখন কেবল ওয়ান ডে ফর্ম্য়াটেই ভারতীয় দলের হয়ে মাঠে নামবেন। তাঁকে এরপর অগাস্ট মাসে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে মাঠে নামতে দেখা যাবে। ১৭ অগাস্ট থেকে সেই সিরিজ় শুরু হবে।
তবে রোহিত ছুটি কাটালেও, শুভমনরা কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে ফিরতে মরিয়া। বৃহস্পতিবার তাঁরা জোরকদমে বার্মিংহামে অনুশীলনও সারেন। ভারতীয় দলের ১৮জন সদস্যই এই অনুশীলনের সময় মাঠে উপস্থিত ছিলেন।
গত ম্যাচে ভারতীয় লোয়ার মিডল অর্ডার দুই বার একেবারে অল্প রানে সাজঘরে ফেরে। ম্য়াচ শেষে দুই ইনিংসেই লোয়ার অর্ডারের এই ব্যাটিং ধস কাম্য নয় বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন শুভমন গিল। রিপোর্ট অনুযায়ী মহম্মদ সিরাজ বেশ অনেকটা সময় এদিন ব্যাটিং অনুশীলন করেন। কোচ গৌতম গম্ভীরকে দুই ফাস্ট বোলার অর্শদীপ সিংহ ও আকাশ দীপের সঙ্গে দীর্ঘ সময় কথোপকথন করতে দেখা যায়। শুভমন গিল ও ঋষভ পন্থ দীর্ঘক্ষণ ব্যাট হাতে নেটে ঘাম ঝরান। দলের বোলাররাও বোলিং অনুশীলন সারেন।
তবে এদিন বোলিং করেননি প্রসিদ্ধ কৃষ্ণ। প্রথম টেস্টে তিনি উইকেট নিলেও, যেভাবে রান লুটিয়েছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তিনি দ্বিতীয় টেস্টে সুযোগ পাবেন কি না, সেটাই দেখার বিষয়। আরেক তারকা বোলার যশপ্রীত বুমরার দ্বিতীয় টেস্ট খেলা নিয়ে সংশয় রয়েইছে।