মুম্বই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্য়াচে সিডনিতে শতরান হাঁকিয়েছিলেন। সেই ফর্মই ধরে রাখতে মরিয়া রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রস্তুতিতে নেমে পড়লেন হিটম্য়ান। রোহিত বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে এমসিএ-বিকেসি মাঠে অনুশীলনে ব্যস্ত ছিলেন। উল্টোদিকে মুম্বই শিবির রঞ্জি ট্রফিতে হিমাচলপ্রদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল।
রোহিত শর্মার সঙ্গে অনুশীলনে দেখা গেল ধবল কূলকর্নির সঙ্গে। নেটে ধবল অনেকক্ষণ ধরে বলও করেন। মুম্বইয়ের তরুণ প্লেয়ারদের সঙ্গে আলোচনা করতেও দেখা যায় রোহিতকে। নেটে কিছুক্ষণ ব্যাটিং করার পর স্প্রিন্ট করতেও দেখা যায় হিটম্য়ানকে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের তিনটি ম্য়াচে ২০২ রান করেছিলেন। অ্য়াডিলেডে অর্ধশতরানের পর সিডনিতে শতরানের ইনিংস খেলেছিলেন রোহিত। নিজের ওয়ান ডে কেরিয়ারের ৩৩ তম শতরানও হাঁকিয়েছিলেন রােহিত। আগামী ৩০ নভেম্বর রাঁচিতে শুরু হবে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ।
অস্ট্রেলিয়া সিরিজের পর ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করেছিলেন রোহিত শর্মা। তাও আবার ৩৮ পেরিয়ে প্রথমবার ব্যাটারদের তালিকায় ওয়ান ডে ক্রমতালিকায় সবার ওপরে জায়গা করে নিয়েছেন হিটম্য়ান। রোহিত মোট ৩৬ রেটিং পয়েন্ট উন্নতি করেছেন। ৭৮১ রেটিং পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ব্য়াটারদের তালিকায় এক নম্বরে রয়েছেন রোহিত। এর আগে ৮৮২ রেটিং পয়েন্ট ঝুলিতে পুরেছিলেন ২০১৯ বিশ্বকাপের সময়। কিন্তু সেবার ২ নম্বরে ছিলেন ক্রমতালিকায়। ৭৬৪ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। তৃতীয় স্থানে রয়েছেন শুভমন গিল। তিনি ৭৪৫ রেটিং পয়েন্ট ঝুলিতে পুরেছেন।
ওয়ান ডে বিশ্বকাপ ২০২৭ পর্যন্ত খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন রোহিত। নিজে অধিনায়ক থেকে সেই টুর্নামেন্টে ভারতকে চ্যাম্পিয়ন করতে চেয়েছিলেন। কিন্তু তা সম্ভব হয়নি। কারণ রোহিতকে সরিয়ে অজি সফরের আগেই গিলকে অধিনায়ক নির্বাচিত করা হয়েছিল। কিন্তু ওয়ান ডে সিরিজের সবচেয়ে সফল ভারতীয় ব্যাটার সেই রোহিতই হয়েছেন। সিডনিতে সেঞ্চুরির পর হেলমেটও খোলেননি। আসলে সব সমালোচনা ও তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে যে অপমান করা হয়েছে, তার জবাব দিতে চেয়েছিলেন ব্যাট হাতেই। তাই কোনও শো-অফ করতে চাননি।