মুম্বই: ২০১৯ সাল। 'কফি উইথ করণ' শো (Cofee With Karan)। আমন্ত্রিত হয়েছিলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ও কে এল রাহুল (KL Rahul)। চ্যাট শোয়ে এসে এমন কিছু মন্তব্য করেছিলেন তাঁরা। যার জন্য বিতর্কের শুরু। নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন মূলত হার্দিক পাণ্ড্য। যা নিয়ে দ্রুত দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। যা এতটাই মাথাচাড়া দিয়ে উঠেছিল যে শো-য়ের সেই এপিসোডটিও ডিলিট করে দিতে হয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে। এরপর থেকেই আর কখনও কোনও ক্রিকেটারকে শো-তে আমন্ত্রিত করেননি করণ জোহর। সম্প্রতি এক শোয়ে এসে করণ জোহর জানিয়েছিলেন যে বিরাট কোহলিকে পরবর্তীতে আর আমন্ত্রণ জানানোর কোনও পরিকল্পনা ছিল না তাঁর।
বিরাটের স্ত্রী বলি অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে করণের বন্ধুত্ব নতুন নয়। করণের দুটো ছবিতে কাজও করেছেন তিনি। অনুষ্কা করণের শো-তেও এসেছিলেন এর আগে অনেকবার। কিন্তু বিরাট কোহলিকে কখনওই দেখা যায়নি। কিন্তু কেন? বিরাটের সঙ্গে কি করণের দূরত্ব বেড়েছে? সানিয়া মির্জার সঙ্গে টক শো-তে করণ জানান, 'হার্দিক-রাহুল ঘটনার পর থেকে আর কোনও ক্রিকেটারকে শো-তে ডাকিনি, বিরাট কোহলিকেও না। ওঁর নাম পর্যন্ত কোনওদিন বলিনি। ওকে কখনও বলিনি আসতে, কারণ হার্দিক-রাহুলের সেই ঘটনার পর থেকে ক্রিকেটারদের নিয়ে আর ঘাটাইনি আমি।'
এশিয়া কাপ নিয়ে কী বললেন সূর্যকুমার যাদব
সিরিজ় জয়ের পর সূর্যকুমারকে সাংবাদিক বৈঠকে এশিয়া কাপের ট্রফি না পাওয়ার প্রসঙ্গ টেনে এনেই প্রশ্ন করা হয়, 'অবশেষে ট্রফি পেলেন, ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ পেলেন'। জবাবে ভারতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ককে বলতে শোনা যায়, 'বেশ ভাল লাগছে। ওরা ট্রফিটা দেওয়ার পর সদ্যই স্পর্শ করলাম।' এরপরেই সূর্যকুমারকে বলতে শোনা যায় তাঁরা এশিয়া কাপ ট্রফি না পেলেও, ভারতীয় দল কিন্তু সদ্যই একটি ট্রফি জিতেছে। সূর্য বলেন, 'তবে মাত্র সপ্তাহখানেক আগেই ভারতের ঘরে তো আরেকটা ট্রফি ঢুকল। ভারতীয় মহিলা দল তো বিশ্বকাপ জিতল। সেই ট্রফিটাও তো ঘরে এসেছে। তাই বেশ ভাল লাগছে।' ভারতীয় দল এশিয়া সেরা হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির (Mohsin Naqvi) হাত থেকে ট্রফি নিতে নাকচ করে। ভারতের সম্পর্কে কুকথা বলার পরেই এই সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। তারপর থেকে বারংবার নকভিকে ট্রফি ভারতকে দেওয়ার জন্য বিসিসিআই চিঠি দিলেও কাজের কাজ হয়নি। নকভি নিজের সিদ্ধান্তে অনড়। টিম ইন্ডিয়াকে এশিয়া কাপ ট্রফি তাঁর হাত থেকেই নিতে হবে এবং এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্য়মে তা তিনি তুলে দেবেন। তবে ভারত স্বাভাবিকভাবেই এই শর্তে রাজি নয়।