মুম্বই: বোর্ডের নির্দেশ মত বিজয় হাজারে ট্রফিতে খেলতে দেখা যাবে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। দিল্লির হয়ে সম্ভাব্য যে দল, তাতে বিরাটের ও পন্থের নাম রয়েছে। ঠিক তেমনই মুম্বইয়ের হয়েও বিজয় হাজারে ট্রফিতে খেলতে দেখা যাবে রোহিত শর্মাকে। বিশ্বের ১ নম্বর ব্য়াটার রোহিতকে হয়ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে খেলতে দেখা যাবে। আগামী ২৪ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে বিজয় হাজারে ট্রফি। কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে পুরো বিজয় হাজারেতে না খেললেও কয়েকটি ম্য়াচে প্রতিনিধিত্ব করবেন তিনি।
আগামী জানুয়ারিতে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত কিউয়িদের বিরুদ্ধে। ১১ জানুয়ারি বঢোদরায়, ১৪ জানুয়ারি রাজকোট ও ১৮ জানুয়ারি ইন্দোরে খেলবে ২ দল। প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্য়াচের সিরিজের শেষ ম্য়াচে ৭৫ রান করেছিলেন। এর আগে অস্ট্রেলিয়া সফরে সিডনিতে সেঞ্চুরি করেছিলেন রোহিত।
তবে বিগত এক বছরে বেশ কিছু বদল হয়েছে। রোহিত এবং বিরাট, দুই মহাতারকাই টি-টোয়েন্টির পাশাপাশি টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন। এরপরেই তাঁদের সর্বোচ্চ চুক্তিতে থাকা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন। পারফরম্যান্স, ধারাবাহিকতা এবং ম্যাচে অংশগ্রহণ, সব মিলিয়েই বার্ষিক চুক্তির ক্যাটাগরি তৈরি করা হয়। সেখানে রোহিত এবং বিরাট, দুই ফর্ম্যাট থেকেই অবসর নিয়েছেন। দুইজনেই কেবল ওয়ান ডে ফর্ম্যাটেই খেলেন। এর ফলে রোহিত এবং বিরাটকে সর্বোচ্চ 'A+' থেকে 'A' ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হতে পারে বলে অনেক জায়গায় কানাঘুষো শোনা যাচ্ছে। এই ক্যাটাগরিতে ডিমোশন হলে কিন্তু তার সরাসরি প্রভাব দুই তারকার আয়ে পড়বে। ভারতীয় বোর্ড সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বার্ষিক সাত কোটি টাকা করে দেয় বলে খবর। সেখানে 'A' ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাঁচ কোটি টাকা পান। বিরাট, রোহিত এক ক্যাটাগরি নীচে নামলে, তাই তাদের বার্ষিক বেতন আগের থেকে দুই কোটি টাকা কমবে।
দিল্লি এবং ডিস্ট্রিক্ট ক্রিকেট সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হল যে, বিজয় হাজারে ট্রফির জন্য দিল্লির সম্ভাব্য দলে কোহলি ও পন্থকে রাখা হয়েছে। এর আগে ২ ডিসেম্বর দিল্লি ক্রিকেট সংস্থার প্রধান রোহন জেটলি জানিয়েছিলেন যে, বিজয় হাজারে ট্রফি খেলবেন বলে তাঁদের জানিয়েছেন কোহলি। ১৫ বছর পর এই টুর্নামেন্টে দেখা যাবে কোহলিকে।