কলকাতা: বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma), ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা আগেই টেস্ট এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। দুই তারকাই অবশ্য ওয়ান ডে ফর্ম্যাট খেলছেন এবং আসন্ন ২০২৭ সালের বিশ্বকাপেও খেলার জন্য আগ্রহী। তবে দুই ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়েই বোর্ড আলোচনায় বসতে চলেছে বলে খবর ছিল। শোনা যাচ্ছে ভারতীয় বোর্ড নাকি কোহলিদের বিশ্বকাপের জন্য ভাবছে না, অন্তত একাধিক রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে। এবার সেই জল্পনা নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
সৌরভের প্রাথমিকভাবে এই নিয়ে তেমন মন্তব্য করতে না চাইলেও তাঁর মতে যে ভাল খেলবে, তাঁরই দলে সুযোগ পাওয়া উচিত। তিনি বলেন, 'আমি তো এই বিষয়ে কিছু জানি না, তাই বেশি কিছু বলতে পারব না। এই বিষয়ে তেমন কিছু বলাটা কঠিন। যে ভাল খেলবে, তারই তো সুযোগ পাওয়া উচিত। ওরা ভাল খেললে, দলে সুযোগ পাবে। কোহলির ওয়ান ডে রেকর্ড অনবদ্য, রোহিতের রেকর্ডও দারুণ। দুই জনেই সাদা বলের ক্রিকেটের অনবদ্য ক্রিকেটার।'
চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে আর জাতীয় দলের জার্সি গায়ে রোহিতদের দেখা যায়নি। অগাস্টে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার কথা থাকলেও, সেই সিরিজ় পিছিয়ে গিয়েছে। ফলে অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই আবার রোহিত, কোহলিকে খেলতে দেখা যেতে পারে। তবে যা শোনা যাচ্ছে, তাতে এই সিরিজ়ই ভারতের হয়ে তাঁদের শেষ সিরিজ়ও হতে পারে।
রিপোর্ট অনুযায়ী ভারতীয় বোর্ডের তরফে নাকি বলা হয়েছে রোহিত, বিরাট যদি ওয়ান ডে দলে সুযোগ পেতে চান, তাহলে তাঁদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে দুই মহাতারকাকে নিজেদের ফর্ম ও ফিটনেসের প্রমাণ দিতে হবে।
আগামী ১৯ অক্টোবর থেকে শুরু করে ২৩ অক্টোবর ও ২৫ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজও খেলবে ভারত অস্ট্রেলিয়ার মাটিতে। কিন্তু টেস্ট ও টি-টোয়েন্টি ফর্ম্য়াট থেকে অবসর নিয়ে নিয়েছে রোহিত ও বিরাট। তাই তাঁর কেবল তিনটি ওয়ান ডেই খেলতে পারেন। অজ়িভূমে এই দুই মহাতারকাকে হয়তো শেষবার খেলতে দেখা যাবে, এই প্রত্যাশা থেকেই কিন্তু সেই সিরিজ়ের টিকিটের চাহিদা তুঙ্গে। অক্টোবরের অপেক্ষাতেই রয়েছেন রো-কো ভক্তরা।