মুম্বই: অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে সিরিজ খেলতে তিনি যখন গেলেন, তখন তাঁকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছিল। ওয়ান ডে ফর্ম্য়াট থেকে অবসরের সম্ভাবনা, ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে আদৌ সুযোগ পাবেন কি না ইত্যাদি ইত্যাদি। প্রথম ওয়ান ডে-তে ব্যর্থ হওয়ার পর সমালোচনা আরও তীব্র হচ্ছিল। তবে ব্যাট হাতে সবকিছুর জবাব দিয়েছিলেন শেষ দুটো ম্য়াচে। আর এবার ৩৮ বছর পেরিয়ে ওয়ান ডে কেরিয়ারে প্রথমবার বিশ্বের ১ নম্বর ব্যাটার হয়ে গেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ওয়ান ডে ক্রিকেটের ব্য়াটারদের তালিকায় (ODI Batter Ranking) টেক্কা দিলেন শুভমন গিলকে।
আইসিসি যে তালিকায় প্রকাশ করেছে বুধবার, সেখানে দেখা যাচ্ছে যে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করেছেন হিটম্য়ান। অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে সিরিজে তিন ম্য়াচে করেছেন ২০২ রান। একটি অর্ধশতরান ও একটি শতরানের ইনিংস খেলেছেন। সিডনিতে নিজের ওয়ান ডে কেরিয়ারের ৩৩ তম শতরান হাঁকিয়েছিলেন রোহিত। যা আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের ৫০ তম শতরান।
রোহিত মোট ৩৬ রেটিং পয়েন্ট উন্নতি করেছেন। ৭৮১ রেটিং পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ব্য়াটারদের তালিকায় এক নম্বরে রয়েছেন রোহিত। এর আগে ৮৮২ রেটিং পয়েন্ট ঝুলিতে পুরেছিলেন ২০১৯ বিশ্বকাপের সময়। কিন্তু সেবার ২ নম্বরে ছিলেন ক্রমতালিকায়। ৭৬৪ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। তৃতীয় স্থানে রয়েছেন শুভমন গিল। তিনি ৭৪৫ রেটিং পয়েন্ট ঝুলিতে পুরেছেন।
প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচে নেই নীতীশ রেড্ডি
কী হয়েছে নীতীশ কুমার রেড্ডির? এমনিতেই পেশির চোটে কাবু ছিলেন তিনি। সেই চোটই কি নতুন করে বাড়ল? ভারতীয় বোর্ডে খোঁজ নিয়ে জানা গেল, পুরনো চোট সারার আগেই নতুন করে চোট পেয়েছেন নীতীশ কুমার রেড্ডি। বোর্ডের এক কর্তা বলছিলেন, 'ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে অ্যাডিলেডে ওর বাঁদিকের কোয়াড্রিসেপস পেশিতে চোট লেগেছিল। সেই চোট অনেকটাই সেরে গিয়েছে। ওর রিহ্যাব চলছে। তবে খেলার মতো অবস্থায় চলে এসেছিল। তবে নতুন করে ফের চোট পেয়েছে নীতীশ।'
ফের কোথায় চোট লাগল? নাম প্রকাশ করা যাবে না, এই শর্তে বোর্ডের ওই কর্তা বললেন, 'ওর ঘাড়ে ফিক ব্যথা মতো লেগেছে। ঘাড় ঘোরাতে পারছে না। যে কারণে ওর নড়াচড়াই সীমিত হয়ে গিয়েছে। নীচু হতে গেলেও কষ্ট হচ্ছে নীতীশের।'