মোহালি: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি আফগানিস্তানের বিরুদ্ধে মোহালিতে টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচে (IND vs AFG 1st T20I) মাঠে নামছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এই সিরিজ়ের মাধ্যমেই এক বছরেরও অধিক সময় পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এই ম্যাচেই কিন্তু রোহিতের সামনে অনন্য সেঞ্চুরি হাঁকানোর সুযোগ রয়েছে।
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাই বিশ ওভারের ফর্ম্যাটে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ১৪৮টি ম্যাচে রোহিত শর্মা এখনও পর্যন্ত ৯৯টি ম্যাচ জিতেছেন। মোহালিতে যদি ভারতীয় দল জয় পায়, তাহলে পুরুষদের ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসাবে ১০০টি আন্তর্জাতিক বিশ ওভারের ম্যাচ জেতার কৃতিত্ব গড়বেন রোহিত শর্মা। রোহিতের পাশাপাশি বিরাট কোহলিরও ২০২২ বিশ্বকাপের পর এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক বিশ ওভারের ক্রিকেটে ফেরার কথা ছিল। কিন্তু তা মোহালিতে অন্তত হচ্ছে না। বুধবার সাংবাদিক বৈঠকে এসে তা জানিয়ে দিলেন ভারতীয় দলের হেডকোচ রাহুল দ্রাবিড়।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিত-বিরাট ফিরেছিলেন জাতীয় দলে। সিরিজে ভারত ড্র করলেও ভারতীয় হিসাবে সিরিজ়ে সর্বাধিক রান করেছিলেন 'কিং কোহলি'। তবে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কেন তিনি খেলবেন না, তা জানা যায়নি। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে ব্য়ক্তিগত কারণের জন্য প্রথম ম্যাচ থেকে নাম তুলে নিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ম্য়াচের আগের দিনের অনুশীলনেও ছিলেন না রোহিত শর্মা। তবে দ্রাবিড় জানিয়ে দিয়েছেন যে, রোহিত ও জয়সওয়ালই ওপেনিং পজিশনে জুটি বাঁধবেন।
অপরদিকে, আফগানিস্তান গোটা সিরিজেই তারকা ক্রিকেটার রশিদ খানকে পাবে না। সদ্যই রশিদ খানের পিঠে অস্ত্রোপ্রচার হয়েছে। ভারতের বিরুদ্ধে সিরিজ়ে আফগান স্কোয়াডে তাঁর নাম থাকলেও, তাঁর খেলা নিয়ে যে যথেষ্ট সংশয় রয়েছে, তা দল ঘোষণার সময়ই জানিয়েছিলেন আফগান ক্রিকেট বোর্ড সভাপতি মিরআইজ় আশরফ। এবার তিনি সিরিজ় থেকে ছিটকেই গেলেন। তবে আফগান দলের সঙ্গেই থাকছেন রশিদ।
সাংবাদিক সম্মেলনে ইব্রাহিম জাদরান জানান, 'ও সম্পূর্ণ ফিট নয়। তবে দলের সঙ্গে সফর করছে। আশা করছি দ্রুতই ও সুস্থ হয়ে উঠবে। ও ডাক্তারের সঙ্গে এখানেই নিজের রিহ্যাব চালাচ্ছে। তবে এই সিরিজ়ে ওকে আমরা মিস করব। তবে রশিদ না থাকলেও, আমাদের দলে বেশ কিছু ক্রিকেটার রয়েছে যাদের ওপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে এবং আশা করি তারা ভাল ক্রিকেট খেলবে। রশিদ ছাড়া আমাদের বেশ অসুবিধাই হবে। ওর মতো অভিজ্ঞ ক্রিকেটারের না থাকাটা বড় ধাক্কা। তবে ক্রিকেটে তো এমনটা হয়েই থাকে। আমাদের সব ধরনের পরিস্থিতির জন্যই প্রস্তুত থাকতে হবে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: শৃঙ্খলাভঙ্গের দায়ে আফগানিস্তান সিরিজ় থেকে বাদ ঈশান কিষাণ? মুখ খুললেন ভারতীয় কোচ দ্রাবিড়