নবি মুম্বই: শেষ বল জয়। উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর জয়ের সঙ্গে সঙ্গেই এক অনন্য় রেকর্ড গড়ে তুলেছে আরসিবি। টুর্নামেন্টের ইতিহাসে একমাত্র দল যাঁরা শেষ ১০ ওভারে ৯০ রান তাড়া করে জেতা একমাত্র দল হল স্মৃতি মন্ধানার দল। এর আগে ২০২৩ সালে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে শেষ ১০ ওভারে ৮২ রান তুলে জয় ছিনিয়ে নিয়েছিল ইউপি ওয়ারিয়র্স। সেই রেকর্ড ভেঙে দিল আরসিবি।
ম্য়াচে শুক্রবার সবচেয়ে বেশি রান করেছিলেন হরমনপ্রীত কৌর। অন্য়দিকে বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট তুলেছিলেন এমিলিয়া কের। কিন্তু আরসিবির নাদিন ডে ক্লার্ক তাঁর দুর্দান্ত অলরাউন্ড পারফরম্য়ান্সের নিরিখে ম্য়াচের সেরা হন নাদিন ডে ক্লার্ক।
প্রথমে বল হাতে ৪ উইকেট নেন ক্লার্ক। এরপর ব্যাট হাতে নেমে অপরাজিত ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষ ওভারে ১৮ রান প্রয়োজন ছিল। ক্লার্ক দুর্দান্ত ব্য়াটিং করে তুলেছিলেন ১৮ রান।
ডব্লিউপিএলের প্রথম ম্যাচেই হারল গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে মুম্বই তুলেছিল ১৫৪/৬। সজীবন সাজানা ৪৫ ও নিকোলা ক্যারি ৪০ রান করেন। মাত্র ২৬ রানে ৪ উইকেট নেন আরসিবির নাদিন ক্লার্ক। জবাবে শেষ বলে ম্যাচ জেতে আরসিবি। একটা সময় ৬৫/৫ হয়ে গিয়েছিল আরসিবি। সেখান থেকে ব্যাট হাতেও দলের রক্ষাকর্তা নাদিন দি ক্লার্ক। ৬ নম্বরে নেমে ৪৪ বলে ৬৩ রানের অপরাজিত ও বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।৭ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করে আরসিবি। তিন উইকেটে ম্যাচ জেতে। শেষ ওভারে ১৮ রান তুলে ম্যাচ জেতে আরসিবি। ম্যাচের সেরা নাদিন দি ক্লার্ক।
ভারত-নিউজিল্য়ান্ড ওয়ান ডে সিরিজ শুরু রবিবার
১৯৭৫ সালে প্রথমবার ওয়ান ডে ফর্ম্য়াটে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। এখনও পর্যন্ত এই ফর্ম্য়াটে ১২০ ম্য়াচে আমনে সামনে হয়েছে দুটো দল। তার মধ্য়ে কিছুটা এগিয়ে রয়েছে ভারতই। তারা ৬২ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে। অন্য়দিকে ৫০ ম্য়াচে কিউয়িরা জয় ছিনিয়ে নিয়েছে। সাত ম্যাচে খেলার কোনও ফল বেরয়নি। ওয়ান ডে ফর্ম্য়াটে দুদলের ব্যাটারদের মধ্য়ে সবচেয়ে বেশি রানের মালিক সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টার ৪২ ম্য়াচ খেলে ১৭৫০ রান করেছেন। ব্যক্তিগত সর্বোচ্চ তাঁর অপরাজিত ১৮৬। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্য়াটে ৩৩ ম্য়াচে ১৬৫৭ রান করেছেন। অপরাজিত ১৫৪ রান করেছেন। তালিকায় পরের তিনটি স্থানে রয়েছেন রস টেলর, কেন উইলিয়ামসন ও নাথান অ্য়াস্টেল। এঁদের মধ্যে একমাত্র বিরাট কোহলিই আগামীকাল থেকে শুরু হতে চলা সিরিজে খেলবেন।