নয়াদিল্লি: দুরন্ত শুরুর পর মাঝে খানিকটা সময় ফর্ম হারিয়েছিলেন। তবে আইপিএলে পরিবর্ত হিসাবে চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ার পর থেকেই যেন ডেওয়াল্ড ব্রেভিসের (Dewald Brevis) ব্য়াট কথা বলছে। তাঁর ফর্ম ও প্রতিভার কথা মাথায় রেখে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের নিলামে 'বেবি এবি'-কে নিয়ে যে প্রবল দর কষাকষি হবে, তা জানাই ছিল। হলও তাই। শেষমেশ তিনি যোগ দিলেন প্রিটোরিয়া ক্যাপিটালসে (Pretoria Capitals)।

ব্রেভিসের নাম উঠার সঙ্গে সঙ্গেই জোবার্গ সুপার কিংস এবং পার্ল রয়্যালস তাঁর জন্য দর হাঁকানো শুরু করে। দেখতে দেখতে নিমেষে সেই বিড ১০ মিলিয়ন পার করে যায়। গোটা হলে তখন শোরগোল। এমন পরিস্থিতিতে রয়্যালস দর হাঁকানো থেকে সরে দাঁড়ালে মনে হয় তিনি সুপার কিংসের আরও এক দলের জার্সি গায়ে চাপাতে চলেছেন। এই সময়ই দর হাঁকানো শুরু করে ক্যাপিটালস। ১৫ মিলিয়নে দাম পৌঁছলে দর হাঁকানোর আগে ক্যাপিটালস কর্তৃপক্ষ খানিকটা ভাবনাচিন্তা সময় নেয়। তবে ফের একবার শুরু হয় দর হাঁকানো। শেষমেশ সেই দর কষাকষি গিয়ে থামে ১৬.৫ মিলিয়নে। ভারতীয় মুদ্রায় এই পরিমাণ ৮ কোটি ৩০ লক্ষ টাকা।

শেষমেশ ক্যাপিটালসের হয়েই আসন্ন মরশুমে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে ব্রেভিসের খেলা নিশ্চিত হয়। ব্রেভিসই এই লিগের সর্বকালের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে যান। এইডেন মারক্রামের রেকর্ডকে ভেঙে ফেলেন তিনি। ব্রেভিসের জন্য নিলাম টেবিলে কিন্তু দর হাঁকাচ্ছিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। প্রাক্তন ভারতীয় অধিনায়কের সঙ্গে ক্যাপিটালসের সম্পর্ক বহু পুরনো। তিনি দিল্লি ক্যাপিটালসের হয়েও দায়িত্ব সামলেছেন। দিনকয়েক আগেই সৌরভকে দলের কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয়। তিনি যে ব্রেভিসকে দলে নিতে কতটা মরিয়া ছিলেন, তা এই দর হাঁকাহাঁকি দেখেই বোঝা যায়।

তবে ২২ বছর বয়সি কি এই মূল্য বিক্রি হওয়ার যোগ্য? সৌরভ জানান, 'আশা করছি ও ভাল পারফর্ম করবে। ও ভীষণ প্রতিভাবান। বিগত এক, দেড় বছরে আমার মতে ও নিজের খেলার অনেক উন্নতিও করেছে। অস্ট্রেলিয়া সিরিজ়েই সেটা দেখা গিয়েছে। ও প্রমাণ করে দিয়েছে ও একজন গেমচেঞ্জার। আর টি-টোয়েন্টিতে তো এমন খেলোয়াড়ই দরকার। আর আমি কখনই টাকার সঙ্গে পারফরম্যান্সের তুল্যমূল্য বিচার করি না। টাকাটা বাদ দিয়েই বলব ও দুরন্ত প্রতিভা। ও স্পিন ভাল খেলে, যা খুব গুরুত্বপূর্ণ। সবকিছু দেখেশুনেই আমার ওকে এত দামে দলে নিয়েছি।'