রাওয়ালপিন্ডি: পাকিস্তান ক্রিকেটের (Pakistan Cricket Team) জন্য সময়টা প্রকৃতপক্ষেই ভাল যাচ্ছে না। একেই তো ঘরের মাঠে প্রথমবার বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে পরাজয়ের লজ্জা, উপরন্তু দলের সাজঘরেও বিবাদের খবর প্রকাশ্যে উঠে আসছে। এবার তো চাঞ্চল্যকর এক দাবি শোনা যাচ্ছে।


খবর অনুযায়ী পাকিস্তানের সাজঘরে নাকি মারপিটে জড়িয়ে পড়েন দলের অধিনায়ক শান মাসুদ (Shan Masood) ও তারকা ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)। শুধু তাই নয়। দুই তারকা পাকিস্তানের এই ঝামেলা দেখে তাঁদের থামাতে যান মহম্মদ রিজওয়ান। ঝামেলা বন্ধ হওয়ার বদলে উল্টে রিজওয়ানকেও নাকি মার খেতে হয়। সোশ্যাল মিডিয়া এমন একাধিক দাবিতে স্বরগরম।


ঘটনার সত্যতা এবিপি লাইভ যাচাই করে দেখেনি, তবে শাহিন আফ্রিদিকে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে বাদ দেওয়া হয়েছে। দলের তারকা ফাস্ট বোলারকে মরণ-বাঁচন ম্যাচে একাদশ থেকে বাদ দেওয়ার খবরটি শুনে অনেকেই ভ্রু কুঁচকান। আশঙ্কা করা হচ্ছে শান মাসুদের সঙ্গে এই বিবাদের জেরেই শাহিনকে দ্বিতীয় টেস্ট থেকে বসিয়ে দেওয়া হয়েছে। যদি পাকিস্তানের টেস্ট দলের কোচ জেসন গিলেস্পি (Jason Gillespie) শাহিনের একাদশে না থাকার পিছনে 'পরিবার তথা ব্যক্তিগত' কারণের কথা বলেন।


 






শাহিনের বাদ যাওয়া প্রসঙ্গে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে গিলেস্পি বলেন, 'আমরা ওর সঙ্গে কথাবার্তা বলেছি এবং আমরা এই ম্য়াচের জন্য ভারসাম্য বজায় রেখে সেরা দল মাঠে নামাতে চাই, এই বিষয়টাও ও বুঝেছে। বিগত কয়েক সপ্তাহটা ওর জন্য বেশ ঘটনাবহুল ছিল। ও সদ্য বাবা হয়েছে। এই বিরতির ফলে ও পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারবে।'


শাহিন ও শানের সম্পর্ক নিয়ে প্রথম টেস্ট ম্যাচ চলাকালীনই প্রশ্ন উঠেছিল। এক ভাইরাল ভিডিওতে টিম হাডেলে মাঠের মধ্যেই শাহিনকে তাঁর কাঁধ থেকে শান মাসুদের হাত সরিয়ে দিতে দেখা যায়। এরপরেই জল্পনা শুরু হয়। তাঁদের মধ্যেকার মারপিটের খবর সেই জল্পনা আরও বাড়াল।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: আশাপূরণে ব্যর্থ বাবররা, প্রতিভা অন্বেষণ তাই এবার প্রযুক্তির দ্বারস্থ পাকিস্তান ক্রিকেট বোর্ড