চেন্নাই: ভারত বনাম বাংলাদেশের প্রথম টেস্টের তৃতীয় দিনে ক্রিকেটপ্রেমীদের নজর কাড়েন দুই তরুণ তুর্কি। শুভমন গিল (Shubman Gill) ও ঋষভ পন্থ (Rishabh Pant), উভয়েই দাপুট মেজাজে চিপকে ব্যাটিং করেন। উভয়েই হাঁকান সেঞ্চুরিও। দুই তরুণের ব্যাটিংয়ে মুগ্ধ স্বয়ং 'মাস্টার ব্লাস্টার'ও।


সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) যেখানে শুভমন গিলের মসৃণ ব্যাটিং প্রভাবিত করেছে, সেখানে ঋষভ পন্থের প্রত্যাবর্তন টেস্ট ম্যাচে অনবদ্য ব্যাটিং তাঁকে মুগ্ধ করেছে। নিজের সোশ্যাল মিডিয়ায় সচিন লেখেন, 'শুভমন গিলের মসৃণভাবে যেমন শতরানের দিকে এগিয়ে গেল, তা দেখে বেশ মজাই এসেছে। ঋষভ পন্থ তো বহুদিন লম্বা ফর্ম্যাট থেকে দূর ছিল, তবে মাঠে ফিরে কিন্তু ও একেবারে ছন্দে রয়েছে। দেখে মনেই হচ্ছে না যে এতদিন টেস্ট খেলেনি। দুইজনকে এভাবে ব্যাট করতে দেখাটা দারুণ উপভোগ্য।' 


 






শুভমন গিল অপরাজিত ১১৯ রান ও ঋষভ পন্থ ১০৯ রান করেন। গিল ও পন্থই ভারতের হয়ে তৃতীয় দিনের শুরুটা করেছিলেন। দুই তরুণ তুর্কিই বেশ দেখেশুনে দিনের শুরটা করেন। ম্যাচের ৩৮তম ওভারে গিলরা নিজেদের ৫০ রানের পার্টনারশিপ পূরণ করেন। প্রথম ইনিংসে গিল খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে তিনি দেখালেন কেন তাঁকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ মনে করা হয়। পরিপক্ক এক ইনিংসে তিনি ফের নজর কাড়লেন। ৭৯ বলে গিল নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন। নিজের কামব্যাক টেস্টে পন্থও ৫০ রানের গণ্ডি পার করেন।


দুই তারকাই মধ্যাহ্নভোজের পর দ্বিতীয় সেশনে ব্যাটে নেমে নিজেদের সেঞ্চুরি পূরণ করেন। জবাবে দ্বিতীয় ইনিংসের শুরুটা কিন্তু বাংলাদেশ বেশ ভালভাবেই করে। দুই ওপেনার দলের হয়ে হাফসেঞ্চুরি পার্টনারশিপ গড়েন। তবে শেষ সেশনে অশ্বিন তিন উইকেট নিয়ে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন। দিনশেষে বাংলাদেশের স্কোর চার উইকেটের বিনিময়ে ১৫৮ রান। বাংলাদেশের জয়ের জন্য এখনও ৩৫৭ রানের প্রয়োজন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে, চেন্নাইয়ে শতরান হাঁকিয়ে সন্তোষ শুভমন গিলের গলায়