মুম্বই: তিনি ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটের বাইশ গজে সর্বোচ্চ রানের মালিক। আর তাঁকেই কিনা বাড়ির বাইরে সিঁড়িতে বসে থাকতে হল!
সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) নিজেই জানালেন তাঁর অভিজ্ঞতার কথা। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নিজের দুটি ছবি পোস্ট করেছেন সচিন। সেখানে দেখা গিয়েছে, একটি বাড়ির বাইরে সিঁড়িতে বসে রয়েছেন মাস্টার ব্লাস্টার (Master Blaster)। বোঝাই যাচ্ছে যে, অপেক্ষা করছেন সচিন। হাতে মোবাইল ফোন।
ছবির সঙ্গে মজার ক্য়াপশন দিয়েছেন সচিন। লিখেছেন, 'এই হয় যদি যাঁর কাছে চাবি রয়েছে তার আগে আপনি পৌঁছে যান।' সচিনের সেই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
গোটা বিশ্বে ছড়িয়ে থাকা সচিনের অসংখ্য ভক্ত-অনুরাগীরা কমেন্ট সেকশন ভরিয়ে তোলেন। একজন লেখেন, 'ভাগ্য়িস এটা ঘটল। তাই আপনার বিরল কিছু ছবি দেখতে পেলাম। এরকম দৃশ্য তো বড় একটা দেখা যায় না।' এক ভক্তের মন্তব্য, 'এর থেকেই প্রমাণিত হয় সচিন তেন্ডুলকর ক্রিকেটের কিংবদন্তি হলেও মাটির মানুষ। এত সহজ, সরল থাকার জন্যই আপনি মানুষের এত কাছের।'
এক ভক্ত সচিনের ধৈর্যের প্রশংসা করেছেন। লিখেছেন, 'ক্রিকেট খেলার সময় অফস্টাম্পের বাইরের বল খেলার সময় যেভাবে ধৈর্যের পরিচয় দিতেন, এখান অপেক্ষা করতে গিয়েও নিশ্চয়ই আপনাকে সেরকম ধৈর্যের পরীক্ষা দিতে হল।' রিমা শর্মা নামের এক অনুরাগী লিখেছেন, 'এর থেকে প্রমাণ হয় বাড়িতে ঢোকার জন্য সব সময় বিকল্প ব্যবস্থা ও বিকল্প চাবি রাখতে হয়। অথবা কোথাও একটা চাবি লুকিয়ে রেখে দিতে হয়।'
এক ভক্ত মজা করে লেখেন, 'ঠিক যেভাবে আপনি অন্য অনেকের আগে বিভিন্ন রেকর্ড ও সেঞ্চুরির মাইলফলকে পৌঁছে যেতেন, সেভাবেই আগে গন্তব্যেও পৌঁছে গিয়েছেন।' একজন আবার সচিনকে পরামর্শ দিয়েছেন, 'এই ফাঁকে ভক্তদের সঙ্গে একটা ভিডিও সেশন সেরে নিতে পারতেন। তাতে দারুণ হতো।'
আরও পড়ুন: মায়ের গয়না বন্ধক রেখে আন্তর্জাতিক মঞ্চে ৩ পদক! অর্থাভাবে সোনার মেয়ের শ্রীলঙ্কা সফর অনিশ্চিত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।