মুম্বই: তিনি ক্রিকেট মাঠের কিংবদন্তি। সেই সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) মন জিতে নিয়েছেন একুশের এক তরুণ। নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে যিনি অপরাজিত সেঞ্চুরি করে ভারতীয় শিবিরে নতুন আশার সঞ্চার করলেন। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়নদের বিরুদ্ধে যাঁর ডাকাবুকো ব্যাটিং দেখে মুগ্ধ ক্রিকেট পণ্ডিতরা।
ব্যতিক্রমী নন সচিনও। মেলবোর্নে নীতীশের নায়কোচিত ইনিংস দেখে যিনি আবেগ গোপন করতে পারলেন না। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করলেন । সঙ্গে দিলেন সেই জুটির ছবি, যে পার্টনারশিপ বক্সিং ডে টেস্টের মোড় ঘুরিয়ে দিয়ে গেল। নীতীশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর ।
সচিন শনিবার সোশ্যাল মিডিয়ায় লিখলেন, 'নীতীশের এই ইনিংস দীর্ঘদিন মনে থাকবে। প্রথম টেস্ট থেকে ওকে দেখে আমি মুগ্ধ । ওর ব্যাটিংয়ে সংকল্প, ওর টেম্পেরামেন্ট আমার ভাল লেগেছে। আজ সেটাকেই আরও উঁচুতে নিয়ে গেল, সিরিজে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ইনিংস খেলে। দুর্দান্তভাবে এবং যথোপযুক্তভাবে ওকে সমর্থন করল ওয়াশিংটন সুন্দরও । ভাল খেলেছো তোমরা ।'
আরও পড়ুন: এক রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া অনুষ্টুপের, বিজয় হাজারে ট্রফিতে হার্দিকদের হারাল বাংলা
শনিবার মেলবোর্নে ১৭১ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন রেড্ডি । সব মিলিয়ে বক্সিং ডে টেস্টের মঞ্চে দশম ব্যাটার হিসেবে শতরান হাঁকালেন নীতীশ। ২১ বছর ২১৪ দিন বয়সে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে সেঞ্চুরি করলেন নীতীশ। কেরিয়ারের চতুর্থ টেস্টে খেলতে নেমেই সেঞ্চুরি। সেই সঙ্গে অন্ধ্র প্রদেশের ক্রিকেটার দিয়ে গেলেন প্রতিশ্রুতি। ভারতীয় ক্রিকেটে লম্বা দৌড়ে ঘোড়া হয়ে ওঠার ছায়া দেখা গেল নীতীশের ক্রিকেটে।
আরও পড়ুন: দল থেকে বাদ পড়ে যাচ্ছিলেন! শুভমনের বদলে সুযোগ পেয়ে সেই নীতীশই গেমচেঞ্জার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।