লন্ডন: দিন তিনেক আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন অ্যাশেজ (The Ashes 2023) সিরিজ শেষেই ক্রিকেটকে বিদায় জানাবেন। এক কিংবদন্তি ক্রিকেটারের কেরিয়ারের শেষটাও হল রূপকথার মতো। ওভালে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্টে (ENG vs AUS 5th Test) শেষ দুই উইকেট নিয়ে দলকে ম্যাচ জেতালেন স্টুয়ার্ট ব্রড (Stuart Broad)। ২-২ সমতায় সিরিজ শেষ করল ইংল্যান্ড। তবে অস্ট্রেলিয়া গত বারের অ্যাশেজ চ্যাম্পিয়ন হওয়ায় সিরিজ জয়ের ফলে তাঁদের কাছেই ট্রফিটা রইল। ৪৯ রানে পঞ্চম অ্যাশেজ টেস্ট জিতল ইংল্যান্ড।


এক অনবদ্য কেরিয়ারের জন্য ইংল্যান্ডের তারকা বোলারকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। 'ক্রিকেটের ঈশ্বর' ব্রডের প্রশংসায় পঞ্চমুখ। ব্রডের উদ্দেশে সচিন লেখেন, 'এক অনবদ্য কেরিয়ার শেষ হল। স্টুয়ার্ট ব্রড, তোমার দুরন্ত স্পেল, খেলার প্রতি নিষ্ঠা কিন্তু ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সঠিকভাবেই কেরিয়ারটা শেষ হল তোমার। কেরিয়ারের পরবর্তী ইনিংসটা উপভোগ করো।'


 






 


শুধু সচিন নন, ব্রডকে তাঁর দুর্দান্ত কেরিয়ারের জন্য শুভেচ্ছা জানিয়েছেন আরেক ভারতীয় প্রাক্তনী যুবরাজ সিংহও। ব্রডের বলেই ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড তারকার ছয় বলেই ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিংহ। আজও সেই ঘটনা সকল ক্রিকেটপ্রেমীর স্মৃতিতে অমলিন। তবে তারপর অনেক জল গড়িয়েছে। তাঁকে সর্বকালের অন্যতম সেরার তকমাই দেন যুবরাজ। তিনি লেখেন, 'ব্রড, তোমাকে সেলাম। অসাধারণ একটা টেস্ট কেরিয়ার তোমার। লাল বলের ক্রিকেটের অন্যতম ভয়ঙ্কর বোলার। এক জন কিংবদন্তি। তোমার ক্রিকেট কেরিয়ার এবং অধ্যাবসায় অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। পরবর্তী ইনিংসের জন্য শুভেচ্ছা।'


 






আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: লাল টুকটুকে গাড়িতে রাঁচির রাস্তায় ঝড় তুললেন ধোনি, ভাইরাল হল ভিডিও