মুম্বই: অসংখ্য উত্তেজক মুহূর্ত তৈরি হয়েছিল ভারত-ইংল্য়ান্ড টেস্ট সিরিজে। কেনিংটন ওভালে ম্য়াচ ভারত জেতার সঙ্গে সঙ্গে তেন্ডুলকর-অ্য়ান্ডারসন সিরিজও ড্র করে নিয়েছে দু দল। মাঠের লড়াইয়ের পাশাপাশি গত সিরিজে বারবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে অনফিল্ড ও অফফিল্ড ২ দলের ক্রিকেটারদের টক্কর। যার মধ্যে উল্লেখযোগ্য ম্য়াঞ্চেস্টার টেস্টের শেষ দিনে জাডেজা ও স্টোকসের হাত না মেলানোর ইস্যুটি।
ম্য়াঞ্চেস্টারে জাডেজা ও সুন্দর দুজনেই নিজেদের শতরান পূরণ করেছিলেন। এরপর ম্য়াচ ড্র ঘোষণা করে দেওয়া হয়। কিন্তু খেলার পর জাডেজা সৌজন্যমূলক হাত মেলানোর জন্য স্টোকসের কাছে পৌঁছতেই ইংল্যান্ড অধিনায়ক মুখ ফিরিয়ে নেন। যা নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞই। এবার এই ইস্যুতে মুখ খুলে স্টোকসকে তুলোধনা করলেন সচিন। মাস্টার ব্লাস্টার বলছেন, ''টেস্ট সিরিজে তখনও ভারতের ঘুরে দাঁড়ানোর জায়গা ছিল। সিরিজ তখনও বেঁচে ছিল। তাহলে সেই পরিস্থিতিতে কেন শুধু হাত মেলানোর জন্য ইংল্যান্ডকে সুযোগ করে দেওয়া হবে। যদি হ্যারি ব্রুককে বল দেওয়া হয়, সেটা স্টোকসের পছন্দ ছিল। তাতে ভারতের ব্য়াটারদের তো কিছু করার নেই। যখন জাডেজা ও ওয়াশিংটন ব্যাট করতে এসেছিল, তখন ব্রুক বল করছিল না। এই পরিস্থিতিতে কেন শুধু ব্রুকের বিরুদ্ধে সেঞ্চুরি করার কথা উল্লেখ করা হবে।''
সচিন বলেন, ''ভারতীয় দল যা যা সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড সিরিজে, আমি তার সঙ্গে সহমত। গৌতম গম্ভীর, শুভমন গিল, রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর যেই সিদ্ধান্ত নিক না কেন, একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। শেষ টেস্টে যখন ব্যাট হাতে দ্রুত রান তোলার প্রয়োজন ছিল, তখনই সুন্দর চালিয়ে খেলা শুরু করেছে। পঞ্চম টেস্টে একেবারে সঠিক গেমপ্ল্যানে খেলা এগিয়ে নিয়ে গিয়েছে ভারত।''
ক্রমতালিকায় অনেক এগোলেন সিরাজ
ওভালে সিরাজ যেখানে নয় উইকেট নেন, সেখানে কৃষ্ণের ঝুলিতে আসে আট উইকেট। এই পারফরম্যান্সের পরেই দুইজনেই ব়্যাঙ্কিংয়ে অনেকটা উঠে আসেন। সিরাজ টেস্ট বোলারদের তালিকায় ১২ ধাপ এগিয়ে এলেন। বর্তমানে তিনি ১৫ নম্বরে রয়েছেন। অপরদিকে, প্রসিদ্ধ কৃষ্ণ ২৫ ধাপ এগিয়ে এসে ৫৯ নম্বরে উঠে এসেছেন। দুইজনেরই এটা কেরিয়ার সেরা ব়্যাঙ্কিং। তাঁদের রেটিং পয়েন্ট যথাক্রমে ৬৭৪ ও ৩৬৮। ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন ও জশ টাঙও কেরিয়ারের সেরা স্থানে উঠে এসেছেন। অ্যাটকিনসন প্রথম ১০-এ ঢুকে পড়েছেন। টাঙ ১৪ ধাপ এগিয়ে আপাতত টেস্ট বোলারদের ব়্যাঙ্কিংয়ে ৪৬ নম্বরে রয়েছেন।