মুম্বই: বিশ্ব ক্রিকেটের রত্ন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে একশো সেঞ্চুরির মালিক। বিশ্বের সর্বকালের সেরা ব্যাটার মানা হয় তাঁকে। ২৪ বছরের দীর্ঘ ক্রিকেট কেরিয়ার। যার শুরুটা হয়েছিল ১৯৮৯ সালে। শেষ হয়েছিল ২০১৩ সালে। এতদূর পরে নিশ্চয় বুঝতেই পারছেন কার কথা বলা হচ্ছে। তিনি সচিন তেন্ডুলকর। বিশ্ব ক্রিকেটের এই মহান ব্যক্তিত্বের ছোটবেলার কোচ প্রয়াত রমাকান্ত আচরেকর। যাঁর হাতেই ক্রিকেটের হাতেখড়ি হয়েছিল সচিনের। এবার মহারাষ্ট্র সরকারের তরফে সচিনের ছোটবেলার কোচ রমাকান্ত আচরেকরের স্ট্যাচু নির্মানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিবাজী পার্কে। যে সিদ্ধান্তের জন্য মহারাষ্ট্র সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সচিন।


মুম্বই থেকে যাঁরা ভারতীয় ক্রিকেটে সুনামের সঙ্গে উঠে এসেছে খেলেছেন, তাঁদের প্রায় বেশিরভাগই প্রয়াত আচরেকরের ছাত্র ছিলেন। তালিকায় বিনোদ কাম্বলি, প্রবীন আমরেরাও রয়েছেন। দ্রোণাচার্য পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছিল আচরেকরকে। এবার এই দ্রোণাচার্য ক্রিকেট কোচের স্মৃতিসৌধ তৈরি হবে শিবাজী পার্কে। বরাবরই আচরেকরের প্রিয় ছাত্র ছিলেন সচিন। নিজের কোচকে এভাবে সম্মান জানাতে চলেছে মহারাষ্ট্র সরকার, তাই খুশি চেপে রাখতে পারেননি মাস্টার ব্লাস্টার। তিনি নিজের সোশ্য়াল মিডিয়ায় লিখেছেন, "আমার সঙ্গে অনেকের জীবনে আচরেকর স্য়ারের ভূমিকা অনস্বীকার্য ৷ আমি তাঁর ছাত্রদের হয়েই বলছি, শিবাজী পার্কে তাঁর জীবন কেটেছে ক্রিকেটকে ঘিরেই ৷ তাই চিরকাল শিবাজী পার্কে থাকা ছাড়া তাঁর বড় ইচ্ছা আর কিছু হতে পারে না ৷ আমি খুবই খুশি যে আচরেকর স্যারের কাজ যেখানে ছিল, সেখানেই সরকার তাঁর মূর্তি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে ৷" সূত্রের খবর, স্মৃতিসৌধে একজোড়া ব্যাট, বল ও আচরেকর স্যারের ক্যাপও থাকবে। 


 






সম্প্রতি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, সুইগি ইনস্টামার্টের প্রাক্তন প্রধান কার্তিক গুরুমূর্তির সঙ্গে হাত মিলিয়ে যৌথভাবে তিনি নিজের একটি স্পোর্টস ব্র্যান্ড আনতে চলেছেন সচিন। সুইগি থেকে করণ অরোরাও তাঁর সঙ্গে যোগ দিতে চলেছেন বলে জানা গিয়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর যে, এই নতুন স্পোর্টস ব্র্যান্ডটির জন্য একটি নতুন হোল্ডিং কোম্পানি গড়ে তোলা হয়েছে। সচিনের এই স্টার্টআপকে সহায়তা দিতে পাশে থাকবে হোয়াইটবোর্ড ক্যাপিটাল। এই স্পোর্টস ব্র্যান্ডের নাম হবে সম্ভবত SRT10 Athleisure Pvt Ltd। সূত্রের খবরে জানা যাচ্ছে যে এই স্টার্ট আপে এখন ফান্ড সংগ্রহের পর্ব চলছে।