মুম্বই: জিম্বাবোয়ে (India vs Zimbabwe) সফরের প্রথম দুটো টি-টোয়েন্টি (T20 Series) ম্য়াচের ভারতীয় দলে ঢুকে পড়লেন সাই সুদর্শন (Sai Sudarshan), হর্ষিত রানা (Harshit Rana) ও জিতেশ শর্মা। বিসিসিআইয়ের তরফে মঙ্গলবার এই ঘোষণা করা হয়েছে। সঞ্জু স্য়ামসন, যশস্বী জয়সওয়াল ও শিবম দুবের পরিবর্ত হিসেবে ডাক পেলেন এই তিন ক্রিকেটার। ঠিক কোন কারণে তিনজন প্লেয়ার জিম্বাবোয়ে সফরে থাকছেন না, তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, মঙ্গলবারই জিম্বাবোয়ের উদ্দেশ্য়ে রওনা দিয়েছে ভিভি এস লক্ষ্মণের নেতৃত্বাধীন ভারতীয় দল। 


আইপিএলে ধারাবাহিক ভাল পারফর্ম করেছিলেন হর্ষিত। ১৪ ম্য়াচে মোট ১৯ উইকেট ঝুলিতে পুরেছিলেন তিনি। মিচেল স্টার্কের মত অভিজ্ঞ বিশ্বকাপজয়ী অজি পেসার দলে থাকলেও তাঁকে টেক্কা দিয়েছিলেন তরুণ হর্ষিত। নতুন বল হোক বা পুরনো বল, সবেতেই ব্যাটারদের বেশ সমস্যায় ফেলেছেন হর্ষিত। জিম্বাবােয়ে সফরে যখন প্রথমে ভারতীয় দল ঘোষণা করা হয়েছিল, সেই সময় হর্ষিতের নাম না দেখ অনেকেই অবাক হয়েছিলেন। তার বদলে তুষার পাণ্ডেকে দলে নেওয়ার জন্য়ও সমালোচিত হতে হচ্ছিল। ঠিক যেমন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে রিঙ্কু সিংহের বদলে সুযােগ পেয়েছিলেন শিবম দুবে। যদিও বিশ্বকাপের মঞ্চে একেবারেই ভাল পারফর্ম করতে পারেননি দুবে। অন্য়দিকে রিঙ্কু পুরো টুর্নামেন্টে রিজার্ভ প্লেয়ার হিসেবেই ছিলেন। তবে আশা করা যাচ্ছে যে রিঙ্কু জিম্বাবোয়ে সফরে খেলার সুযোগ পাবেন। অন্যদিকে হর্ষিত রানার সুযোগ পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। তিনি একাদশে সুযোগ পেলে তা কাজে লাগাতে চাইবেন নিঃসন্দেহে।


 






অন্য়দিকে জিতেশ শর্মা এর আগেও ভারতীয় দলের জার্সিতে খেলেছেন টি-টোয়েন্টি ফর্ম্য়াটে। স্যামসনের সঙ্গে ধ্রুব জুড়েলকে উইকেট কিপার ব্য়াটার হিসেবে ভারতীয় স্কোয়াডে রাখা হয়েছিল। কিন্তু স্যামসন এবার না থাকায় জিতেশ ঢুকে পড়লেন স্কোয়াডে। সেক্ষেত্রে তিনি নাকি ধ্রুব প্রথম একাদশে সুযোগ পান তা দেখার। সাই সুদুর্শনের জন্য যদিও এটাই প্রথম জাতীয় দলে ডাক। তিনিও আইপিএলে গুজরাত টাইটান্সের জার্সিতে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন গত মরশুমে। অরেঞ্জ ক্যাপের তালিকায় ৬ নম্বরে ছিলেন সাই। তবে একাদশে আদৌ সুযোগ পাবেন কি না তা বলা যাচ্ছে না।