বার্বাডোজ: বিশ্বকাপ (T20 World Cup 2024) জয়ের পরও বিপাকে পড়েছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। বার্বাডোজের টিম হোটেলেই এখনও পর্যন্ত ঠাঁয় হয়েছে রোহিত, বিরাট, হার্দিকদের। ঘূর্ণিঝড় ব্যারিলের দাপটে দেশে ফেরার বিমান ধরতে পারছে না ভারতীয় দল। তবে এগুলো নিয়ে ভাবছেন না একজন। তিনি রোহিত শর্মা (Rohit Sharma)। কিছুদিন আগেই অধিনায়ক হিসেবে দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ এনে দিয়েছেন। কপিল দেব, মহেন্দ্র সিংহ ধোনির পর তৃতীয় ভারতীয়, যাঁর নেতৃত্বে বিশ্বজয় করেছে ভারত। স্বপ্ন দেখতেন রােহিত যে অধিনায়ক হিসেবে দেশকে বিশ্বকাপ জেতাবেন। সেই স্বপ্ন সত্যি হয়েছে। কিন্তু এখনও যেন ঘোর কাটেনি। ট্রফি নিয়ে বার্বাডোজের প্রকৃতির কোলে ঘুরে বেড়াচ্ছেন সদ্য টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ভারতের তারকা ওপেনার। 


ভারতীয় ক্রিকেটের সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে রোহিতের বক্তব্যও তুলে ধরা হয়েছে। হিটম্য়ান বলছেন, ''এখনও পুরোপুরি ঘোর কাটেনি। বিশ্বজয়ের মুহূর্ত থেকে এখনও পর্যন্ত মনে হচ্ছে স্বপ্ন মনে হচ্ছে। কখনও মনে হচ্ছে, এরকমটা হয়নি এখনও। আবার মনে হচ্ছে যে এটা সত্যিই হয়েছে। প্রত্যেকে আবেগতাড়িত হয়ে পড়েছে। এই দিনটার জন্য প্রত্যেকে অপেক্ষা করছিল অনেকদিন ধরে। এই মুহূর্তটার জন্য দীর্ঘদিন ধরে সবাই একসঙ্গে লড়াই করেছি। এত পরিশ্রমের পর, এক কষ্টের পর যখন এই সময়টা আসে, তখন সত্যিই দারুণ অনুভূতি হয়। গত কয়েকটি রাত দারুণ মজা করেছি আমরা।'' 


রোহিতই একমাত্র ক্রিকেটার যিনি ক্রিকেটার হিসেবে ও অধিনায়ক হিসেবে দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেন। ২০০৭ সালে টুর্নামেন্টের উদ্বোধনী মরশুমে যখন মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল জয় ছিনিয়ে নেয়, সেবার দলের তরুণ সদস্য ছিলেন রোহিত। আর ঠিক ১৭ বছর পর ফের কুড়ির ফর্ম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। সেই দলের নেতৃত্বে ছিলেন রোহিতই। গত এক বছরে বারবার আঘাত পেয়েছেন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত। সেবার ভারত হেরে যায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ভারত ও চ্যাম্পিয়নশিপ ট্রফির মাঝে ব্যবধান তৈরি করেন ট্রাভিস হেড। এরপর গত বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালেও টানা ১০ ম্য়াচ জিতে পৌঁছে গিয়েছিল রোহিতের টিম ইন্ডিয়া। কিন্তু সেখানেও সেঞ্চুরি হাঁকিয়ে ভারতের থেকে ম্য়াচ কেড়ে নেন হেড। তবে এবার নক আউটে অজিদের হারিয়ে দিয়েছিল ভারত। ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ষোলোকলা পূর্ণ করে রোহিত অ্য়ান্ড কোং।