জামনগর: ভারতীয় ক্রিকেট মহলে শোকের ছায়া। রবিবার, ২ এপ্রিল পরলোক গমন করলেন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রাক্তন তারকা অলরাউন্ডার সেলিম দুরানি (Salim Durani)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। ভারতের হয়ে ২৯টি টেস্ট ম্যাচে ২৫.০৪ গড়ে ১২০২ রান করার পাশাপাশি ৭৫টি উইকেট নিয়েছিলেন দুরানি। তাঁর দখলে তিনবার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে।


বাড়িতেই মৃত্যু


সাম্প্রতিক সময়ে তিনি গুজরাতের জামনগরে ভাই জাহাঙ্গির দুরানির সঙ্গেই থাকতেন। এ বছরে জানুয়ারিতে নিজের বাড়িতেই পড়ে যান দুরানি। উরুর হাঁড় ভাঙে তাঁর। জামনগরেই তাঁর অস্ত্রোপ্রচারও করা হয়। শোনা গিয়েছিল যে দুরানির ভাইপোই আপাতত তাঁর পাশে থেকে তাঁর সেবা করছেন। এবার জীবনের ময়দানে হার মানতেই হল দুরানিকে। মৃত্যুর সময় নিজের বাড়িতেই ছিলেন তিনি।


১৯৩৪ সালে কাবুলে জন্মগ্রহণ করেন দুরানি। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারতের প্রথম টেস্ট জয়ের অন্যতম কারিগর ছিলেন দুরানি। সেই ম্যাচে তিনি ক্লাইভ লয়েড ও গ্যারি সোবার্সকে কয়েক বলের ব্যবধানেই সাজঘরে ফেরত পাঠিয়ে ভারতের সাত উইকেটে জয়ের পথ সুগম করেছিল। ১৯৬১-৬১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে কলকাতা ও চেন্নাইতে পরপর দুই টেস্টে যথাক্রমে আট ও দশ উইকেট নিয়েছিলেন।


বাঁ-হাতি স্পিন করার পাশাপাশি দুরানির ব্যাটিংয়ের হাতটাও মন্দ ছিল না। জনতার অনুরোধে বড় বড় ছক্কার সুখ্যাতি ছিল তাঁর। অনেকেই মনে করেন দুরানি বর্তমান দিনের সীমিত ওভারের ক্রিকেটের আদর্শ ক্রিকেটার ছিলেন। তবে দুর্ভাগ্যবশত তিনি ওয়ান ডে খেলেননি। ১৯৭৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্রেবোর্ন স্টেডিয়ামেই নিজের কেরিয়ারের শেষ ম্যাচটি খেলেন। কেরিয়ারে দুরানি একটি মাত্র শতরান করেন।


প্রধানমন্ত্রীর শোকজ্ঞাপন 


তাঁর প্রয়াণে শোকের ছায়া ভারতীয় ক্রিকেট মহলে। ক্রিকেটার হওয়ার পাশাপাশি সুদর্শন দুরানি কিন্তু বলিউডের ছবিতেও অভিনয় করেছেন। প্রবীণ ববির বিপরীতে ১৯৭৮৩ সালে মুক্তি পাওয় 'চরিত্র' সিনেমায় অভিনয় করেছিলেন দুরানি। তাঁর মৃত্যুতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে প্রাক্তন কোচ রবি শাস্ত্রী অনেকেই শোকজ্ঞাপন করেছেন।


 






 






আরও পড়ুন: চোটের কারণে খেলতে পারছেন না তো কী, লখনউয়ের বিরুদ্ধে দিল্লির ডাগআউটে উপস্থিত পন্থ