মেলবোর্ন: বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে তাঁর ধাক্কাধাক্কি শিরোনাম কেড়ে নিয়েছিল। সেই ঘটনার জেরে প্রবল সমালোচনার সম্মুখীন হন কোহলি। তবে ম্যাচের দ্বিতীয় দিন সেই স্যাম কনস্টাসকেই (Sam Konstas) বিরাট কোহলির (Virat Kohli) নকল করতে দেখা গেল। 


ম্যাচের প্রথম দিন টিনএজার কনস্টাসকে তাঁর প্রিয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে তর্কাতর্কিতে জড়াতে দেখা যায়। বিরাট কোহলি ওভার শেষে ফিল্ডিং পজিশন বদল করার সময় কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা মারেন। সেই নিয়ে সমালোচনারও শিকার হয়েছেন তিনি। তাঁকে বকুনি দিয়েছেন রবি শাস্ত্রী, সুনীল গাওস্কররা।  সেই ঘটনারই নকল করতে দেখা গেল কনস্টাসকে। বুমরার বিরুদ্ধে নিজের সাহসী ব্যাটিংয়ে ইতিমধ্যেই অজ়ি সমর্থকদের প্রিয় হয়ে উঠেছেন কনস্টাস। দর্শকদের সঙ্গেও তাঁকে মজা করতে দেখা যায়। এবার সেই দর্শকদের সামনেই কাঁধ ঝাঁকিয়ে কোহলির নকল করতে দেখা যায়।


 






 


স্যাম কনস্টাসের এই ঘটনার জন্য কোনও শাস্তি হওয়া তো দূর, তাঁর গোটা বিষয়টা তেমনভাবে চর্চাতেও আসেনি। তবে ওই ঘটনার জন্য কাটা গিয়েছ বিরাট কোহলির বেতন। উপরন্তু, কোহলিকে এক ডিমেরিট পয়েন্টও দেওয়া হয় আইসিসির তরফে। এছাড়া কোহলিকে সমর্থকদের থেকে প্রবল কটাক্ষেরও শিকার হতে হয়। ওই একইদিনে, একেবারে শেষবেলায় কোহলি আউট হয়ে সাজঘরে ফেরার সময় তো তাঁর সঙ্গে সমর্থকদের প্রায় তর্কাতর্কি বেঁধে যায়। 


দ্বিতীয় দিনের শেষবেলায় ৩৬ রানের ইনিংস খেলে স্কট বোল্যান্ডের সেই চতুর্থ স্টাম্পের বলে খোঁচা দিয়ে আউট হন কোহলি। একাগ্রতার সঙ্গে ব্যাটিং করেও ক্ষণিকের ভুলে ফের একবার ব্যর্থ হয়ে সাজঘরে ফিরছিলেন হতাশ কোহলি। এই সময়ই তাঁর উদ্দেশে সমর্থকদের একাংশের তরফে কটাক্ষ উড়ে আসে। তখনই মেজাজ হারান বিরাট। এমসিজির টানেলে ঢোকার মুখে তাঁকে কটাক্ষ করা সমর্থকদের দিকে ফিরে তাকান কোহলি। তবে সৌভাগ্যবশত জিনিসপত্র নাগালের বাইরে যাওয়ার আগেই সেখানে উপস্থিত এক নিরাপত্তাকর্মী কোহলিকে শান্ত করে তাঁকে সাজঘরে ফিরিয়ে নিয়ে যান। এই ঘটনাগুলির জেরে আর কিছু হোক বা না হোক, এতে যে ম্যাচের ঝাঁঝ আরও বেডেছে, তা বলাই বাহুল্য।   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: বদলে গেল সময়, কখন শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্টের চতুর্থ দিনের খেলা?