নয়াদিল্লি: সদ্যই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ের জন্য ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের (Indian U 19 Team) ঘোষণা করা হয়েছে। সেই দলে সুযোগ পেয়েছেন দ্রাবিড়। তিনি কিংবদন্তি ক্রিকেটার তথা বিশ্বজয়ী প্রাক্তন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় পুত্র এক সমিত (Samit Dravid)। রাহুলের বড় ছেলে সমিতকে ভারতের জুনিয়র দলে সুযোগ দেওয়া হয়েছে। জাতীয় দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত সমিত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাহুলপুত্র সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি যে এই সুযোগ পেতে কতটা খেটেছেন, সেকথাও বলতে শোনা যায় সমিতকে। তিনি বলেন, 'সকলকে নমস্কার এবং আপনাদের শুভেচ্ছার জন্য অনেক অনেক ধন্যবাদ। জাতীয় দলে ডাক পেয়ে আমার দারুণ লাগছে। এর জন্য আমি প্রচুর খাটা খাটনি করেছি। তাই সত্যিই খুব ভাল লাগছে।'
ফাস্ট বোলিং অলরাউন্ডার সমিত কিন্তু কোচবিহার ট্রফিতে বেশ ভাল পারফর্ম করেছিলেন। আট ম্যাচে ১৮ বছর বয়সি তারকা মোট ৩৬২ রান করেছিলেন। তাঁর চওড়া ব্যাটে ভর করেই কর্ণাটক প্রথমবার কোচবিহার ট্রফি জেতে। বল হাতেও ১৮ বছর বয়সি তরুণের টুর্নামেন্টে পারফরম্যান্স ছিল নজরকাড়া। আট ম্যাচে তিনি ১৬টি উইকেট নিয়েছিলেন। সেই পারফরম্যান্সের দৌলতেই জাতীয় অনূর্ধ্ব ১৯ দলে ডাক পেলেন সমিত।
২১ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাধিক ফর্ম্যাটের সিরিজ় খেলবে ভারতীয় তরুণরা। চার দিনের লাল বলের ক্রিকেট এবং ৫০ ওভারের সিরিজ়, দুইয়েই জাতীয় দলে সুযোগ পেয়েছেন সমিত। তবে এর জেরে কিন্তু তাঁকে কটাক্ষও সইতে হচ্ছে। অনেকেই মনে করছেন কেবল রাহুল দ্রাবিড়ের পুত্র বলেই তিনি জাতীয় দলে ডাক পেয়েছেন।
চলতি মহারাজা ট্রফিতে সমিতের পারফরম্যান্স কিন্তু খুব একটা আহামরি নয়। তিনি ব্যাট হাতে না পেয়েছেন রান, না করেছেন বল। এর পরেও অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পাওয়ায় উঠছে প্রশ্ন। তবে সমিত নিজের ক্রিকেটীয় দক্ষতায়ই সেই সমালোচনার জবাব দিতে আগ্রহী হবেন নিশ্চয়ই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: গেলের আধিপত্য শেষ! টি-২০ ক্রিকেটের নতুন 'সিক্সার কিং' পুরান, নাইট জার্সিতে গড়লেন ইতিহাস