মুম্বই: সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটার কে? এই দ্বন্দ্ব চলতেই থাকে। কোহলি নিজে অবশ্য বারবার বলে এসেছেন যে সচিন তাঁরও আইডল। তাই মাস্টার ব্লাস্টারের সঙ্গে তুলনা তিনি একদমই পছন্দ করেন না। কিন্তু কিছু কিছু রেকর্ডে সচিনকেও টেক্কা দিয়েছেন কোহলি। বিশেষ করে ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক শতরান হাঁকানোর নিরিখে এই মুহূর্তে শীর্ষেই রয়েছেন কিং কোহলি। এবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর আরও একটি বিষয় সচিনের থেকে বিরাট যে এগিয়ে তা উল্লেখ করে কোহলিকেই ওয়ান ডে ক্রিকেটের গ্রেটেস্ট অফ অল টাইম বলছেন। একটি বিষয়ে সচিনের থেকে কয়েক মাইল এগিয়ে বিরাট, এমনটাই মনে করেন তিনি।
বিরাট কোহলিকে বরবার চেজ মাস্টার বলা হয়। ওয়ান ডে ফর্ম্য়াটে একাধিক ম্য়াচ ভারতকে রান তাড়া করতে নেমে বিরাট একার হাতে জিতিয়েছেন। আর এই জায়গাতেই সচিনের থেকে তিনি অনেকটাই এগিয়ে, এমনটাই মনে করেন মঞ্জরেকর। তিনি বলছেন, ''আমার মতে ওয়ান ডে ফর্ম্য়াটের জন্য বিশ্ব ক্রিকেটের অন্য়তম দুই সেরা ব্যাটারের নাম সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলি। কিন্তু কোহলি একটি বিষয়ে সচিনের থেকে এগিয়ে রয়েছে। তা হল সচিনের থেকে সফল চেস মাস্টার কোহলি। সচিন যেমন প্রথমে ব্যাট করাটা পছন্দ করতেন। ওঁ শুরুতে ব্যাট হাতে নেমে প্রচুর রান করেছেন। বিরাট ২৪ ম্য়াচে ওয়ান ডে ফর্ম্যাটে রান তাড়া করে ভারতকে জিতিয়েছেন। সেখানে সচিনের ক্ষেত্রে সংখ্যাটা ১৪।''
পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির লিগ ম্য়াচে ১১১ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে ম্য়াচ জিতিয়েছিলেন বিরাট। রানেও ফিরেছেন। একই সঙ্গে সেই ম্য়াচে একাধিক রেকর্ডও গড়েছেন। বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে ওয়ান ডে ফর্ম্য়াটে ১৪ হাজার রানের মালিক হয়েছেন কোহলি। তাঁর আগে এই ফর্ম্য়াটে আর রয়েছেন মাত্র দুজন। সচিন তেন্ডুলকর (১৮,২৪৬ রান) ও কুমার সাঙ্গাকারা (১২,২৩৪ রান)। কোহলি ২৮৭ ইনিংস খেলে এই মাইলস্টোন ছুঁয়েছেন। সেখানে সচিনের সময় লেগেছিল ৩৫০ ইনিংস ও সাঙ্গাকারার সময় লেগেছিল ৩৭৮ ইনিংস। উল্লেখ্য, ২০২৩ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে খেলার সময়ই নিজের ওয়ান ডে ফর্ম্য়াটে ১৩ হাজার রান পূরণ করেছিলেন কিং কোহলি। সেটিও ছিল দ্রুততম ১৩ হাজার এই ফর্ম্য়াটে।