নয়াদিল্লি: সদ্যই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য (ICC Champions Trophy 2025) ১৫ সদস্যের ভারতীয় ক্রিকেট দলের ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই ১৫ সদস্যের দলে সঞ্জু স্যামসনের (Sanju Samson ) নাম নেই। তাঁর বদলে কিপার-ব্যাটার হিসাবে ঋষভ পন্থ ও কেএল রাহুলকেই নির্বাচিত করা হয়েছে। বিজয় হাজারে ট্রফিতে স্যামসনের অনুপস্থিতিই তাঁর দল থেকে বাদ পড়ার অন্যতম প্রধান কারণ হিসাবে মনে করা হচ্ছে।     

একাধিক রিপোর্ট অনুযায়ী স্য়ামসন বিজয় হাজারে ট্রফির আগে কেরলের প্রাক টুর্নামেন্টে অনুশীলন শিবিরে যোগ দেননি। সেই কারণেই তাঁকে দলেও রাখা হয়নি। ভারতের ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্টে না খেলায় স্বাভাবিকভাবেই স্যামসনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাওয়ার সম্ভাবনাও কমে যায়। অবশ্য স্যামসনের বিজয় হাজারেতে খেলতে না পারাটা তাঁর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার কারণ হিসাবে মানতে নারাজ কেরল ক্রিকেট সংস্থার সভাপতি জয়েশ জর্জ।

জর্জ বলেন, 'ওর টুর্নামেন্ট না খেলাটার সঙ্গে দল থেকে বাদ পড়ার সংযোগ রয়েছে বলে আমার মনে হয় না। ও এক লাইনের একটা টেক্সট পাঠিয়ে জানিয়ে দিয়েছিল যে ৩০ জনের প্রস্তুতি শিবিরে ও উপস্থিত থাকতে পারবে না। সে কারণেই ওকে বিজয় হাজারে ট্রফির দলে রাখা হয়নি। আমরা তো ভেবেছিলাম ও আমাদের নেতৃত্ব দেবে কারণ সাদা বলের ক্রিকেটে ওই দলের অধিনায়ক এবং সৈয়দ মুস্তাক আলিতেও ওই দলকে নেতৃত্ব দিয়েছে।'  

এরপরেই জর্জের স্পষ্ট বক্তব্য কেরল দলে যখন খুশি যেমন খুশি ইচ্ছেমতো ঢোকা, বেরনো যাবে না। 'আমরা দল নির্বাচন করে ফেলি এবং তারপর ও মেসেজ করে জানায় যে ও খেলার জন্য উপলব্ধ। সঞ্জু স্যামসন হোক বা বাকি যে কোনও ক্রিকেটার, কেসিএ-র একটা নির্দিষ্ট নিয়মবিধি রয়েছে এবং সবার সেটাকে সম্মান জানাতে হবে। আমরা সকলেই জানি সঞ্জুর দলে সুযোগ পাওয়ার জন্য কোনও শিবিরে আসার প্রয়োজন হয় না। তবে ও কি যখন ইচ্ছা তখন এসে কেরল দলের হয়ে খেলতে নেমে যেতে পারে? ভারতীয় দলে কী ভাবে সুযোগ পেয়েছে স্যামসন? সেটা তো কেসিএ-র সুবাদেই। তার মানে এই নয় যে তোমার যখন খুশি হবে কেবল তখনই তুমি কেরল দলের হয়ে খেলতে পার।' দাবি কেরল সভাপতি জর্জের। 

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ়কে দুরমুশ করে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ অভিযান শুরু করল গত বারের চ্যাম্পিয়ন ভারত