মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে টেস্ট অভিষেকে নজর কেড়েছিলেন। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে শতরানও হাঁকিয়েছিলেন। কিন্তু এরপর থেকেই ফর্ম ও ফিটনেস বাধা হয়ে দাঁড়িয়েছিল সরফরাজ খানের সামনে। জিমে প্রচুর সময় কাটিয়েছেন। গত কয়েক মাসে নিজের ওজন ঝড়িয়ে ফেলেছেন ১০-১৫ কেজি। জাতীয় দলে ফেরার লড়াইয়ে এবার কনগা লিগে খেলছেন সরফরাজ। এই টুর্নামেন্টে ভাল পারফর্ম করেই জাতীয় দলে ফেরার প্রতিজ্ঞা করেছেন ডানহাতি এই উইকেট কিপার ব্যাটার।
টুর্নামেন্টে ইসলাম জিমখানার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সরফরাজ। তিনি খেলেছিলেন পার্কোফোন ক্রিকটার্সের হয়ে। সেই ম্য়াচে ৪২ বলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি। বাবার মুখে সুনীল গাওস্কর ও সচিন তেন্ডুলকরের গল্প শুনেছেন সরফরাজ। তাঁদের কেরিয়ারের মধ্যগগণে থাকার সময় এই টুর্নামেন্টে খেলে নিজেদের প্রস্তুত করতেন ২ কিংবদন্তি এমনটাই শুনে নিজেকে উদ্বুদ্ধ করছেন সরফরাজ। তিনি বলছেন, ''কনগা লিগ ম্য়াচ নিয়ে আমি বিশাল উত্তেজিত ছিলাম। ৮.৩০ এ রিপোর্টিং টাইম ছিল। আমি ৮টায় পৌঁছে গিয়েছিলাম। সবচেয়ে আনন্দ আমাকে যেটা দিয়েছে তা হল ক্রিজে অনেকক্ষণ থাকতে পেরেছিলাম আমি। পিচ কোনওভাবেই ব্যাটিংয়ের জন্য খুব সুবিধের ছিল না। আমি হেলমেটে বেশ কয়েকবার আঘাতও খেয়েছি। এছাড়াও আউট ফিল্ডে মোটা মোটা ঘাস ছিল, যার জন্য বল দ্রুত বাউন্ডারি লাইন পেরোয়নি।''
সরফরাজ আরও বলেন, ''আমার ছোটবেলায় বাবার কাছে গল্প শুনেছিলাম যে সুনীল গাওস্কর স্যার ইংল্যান্ড সফর থেকে সকালে ফিরে দুপুরে কনগা লিগ ম্য়াচে অংশ নিয়েছিলেন। তিন বছর আগে এই টুর্নামেন্টে শেষবার খেলেছিলাম। ২০১৮ সালে এই টুর্নামেন্টে সেঞ্চুরিও হাঁকিয়েছিলাম। সুনীল গাওস্কর স্যার ও সচিন তেন্ডুলকর স্যাররা এত বড় কিংবদন্তি। কিন্তু ওঁরাও কিন্তু এই টুর্নামেন্টে খেলেছিলেন। আমার মতে মুম্বই ইন্ডিয়ান্সের প্রত্যেক প্লেয়ারকে এই লিগে খেলা উচিৎ। তাঁরা খেললেই শহরের তরুণ ক্রিকেটাররা আরও উৎসাহিত হবে।''
ভারতীয় ক্রিকেট দলের আবার টেস্ট সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ২ ম্য়াচের সিরিজে ঘরের মাঠে খেলবে গিলের ভারত। সেই সিরিজে দলে সুযোগ পাওয়ার বিষয়ে আশাবাদী সরফরাজ খান।
অন্য় মুডে রোহিত শর্মা
রোহিতের স্ত্রী রীতিকা সাজদের ভাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সেই বিয়ের অনুষ্ঠানেই একেবারে অচেনা, অজানা রোহিতকে দেখা গেল। তবে এই ভিডিও এখনকার নয়, সম্ভবত দুই বছর পুরানো ২০২৩ সালের। সেই ভিডিওতে রোহিত ও রীতিকার সঙ্গে আরও এক মহিলাকে নাচ করতে দেখা যাচ্ছে। তিনি সম্ভবত রীতিকার ভাইয়ের স্ত্রী। সেই ভিডিওটিই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নজর কেড়েছেন।