ব্রিসবেন: ২০২১ সালের ১৯ জানুয়ারি গাব্বায় এক তরুণ ভারতীয় দলের (Indian Cricket Team) কৃতিত্ব এখন ইতিহাসের পাতায়। সেই ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে উইনিং শটটা খেলেছিলেন তিনি। অনবদ্য এক ইনিংসে ৩৩ বছর পর অস্ট্রেলিয়ার দুর্গ হিসাবে পরিচিত গাব্বায় অজ়িদের পরাজিত করতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। সেই ঘটনার প্রায় চার বছর পর আবারও গাব্বায় নেমেছেন পন্থ।  


স্বাভাবিকভাবেই গাব্বায় আবারও মাঠে নামতে পারাটা পন্থের জন্য বেশ আনন্দেরই। এই মাঠে নামলেই অতীতের স্মৃতি তাঁকে ভাল করার জন্য আরও উদ্বুদ্ধ করে বলেই জানান পন্থ। তিনি বলেন, 'গাব্বায় যখন প্রবেশ, সেই অনুভূতিটাই দারুণ ইতিবাচক ছিল। সিরিজ় আপাতত সমতায় রয়েছে সেক্ষেত্রে এই মাঠ আমাদের ইতিবাচক খেলার প্রেরণা জোগায়।' এরপরেই সেই ঐতিহাসিক ম্যাচের স্মৃতিচারণা করে পন্থ জানান, 'আমি সবসময় পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করি। একটা নিঃসন্দেহে বেশ কষ্টকর। তবে এই পরিস্থিতি আমি সবসময় ইতিবাচক ভাবনাচিন্তা করি। হ্যাঁ, সবকিছুই সহজে করার বিকল্প আছে বটে। তবে আমি যেভাবে সাফল্য পেয়েছি, সেই পথই অবলম্বন করি।'


আজকের খেলা নির্ধারিত সময়েই শুরু হয়েছিল। ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। একাদশে দুই বদল করে মাঠে নেমেছিল ভারত। আকাশ দীপ ও রবীন্দ্র জাডেজাকে যথাক্রমে হর্ষিত রানা ও আর অশ্বিনের বদলে দলে নেওয়া হয়। আকাশ দীপ, মহম্মদ সিরাজরা বল হাতে শুরুটা ভালই করেন। একাধিকবার দুই অজ়ি ওপেনার উসমান খাওয়াজা ও ন্যাথান ম্যাকস্যুইনির ব্যাটের কিণারা দিয়ে একাধিক বল বের হয়। কিন্তু উইকেট আসেনি। ন্যাথান ম্যাকস্যুইনি চার ও উসমান খাওয়াজা আপাতত ১৯ রানে অপরাজিত রয়েছেন। 


এমন পরিস্থিতি ঝেপে বৃষ্টি নামে। ম্যাচের ষষ্ঠ ওভারে একবার বৃষ্টি শুরু হলেও, খানিকক্ষণ পরে সেই বৃষ্টি থামে। তবে এবার এখনও পর্যন্ত বৃষ্টি থামেনি। অবশ্য মন্দের ভাল বলতে গাব্বার বিশ্বমানের জলনিকাশী ব্যবস্থা। বৃষ্টি থামলে ম্যাচ শুরু করতে খুব বেশি সময় লাগার কথা নয়। কখন বৃষ্টি থামবে এখন সেটাই দেখার বিষয়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ১৮-তেই ইতিহাস, বিশ্বচ্যাম্পিয়ন গুকেশের জন্য পাঁচ কোটির আর্থিক পুরস্কার ঘোষণা স্ট্যালিনের