চেন্নাই: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্য়াচে হারতে হয়েছে বাংলাদেশকে (IND vs BAN Test)। ২৮০ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) দল। সেই ম্য়াচেই ব্যাট হাতে নামা শাকিব আল হাসানকে (Shakib Al Hasan) দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। বাংলাদেশের তারকা অভিজ্ঞ অলরাউন্ডারের অদ্ভুতভাবে হেলমেট পরে ব্যাট করার ভিডিও ক্লিপ সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছিল মুহূর্তের মধ্যেই। সেখানে দেখা যাচ্ছিল যে হেলমেটের ফিতে চিবোচ্ছিলেন বাঁহাতি শাকিব। কিন্তু কেন?
বাংলাদেশের তারকা অলরাউন্ডার ম্য়াচে ব্যাট করার সময় হেলমেটের ফিতে চিবিয়ে ধরেছিলেন। সেই সময় ধারাভাষ্য়কারের দায়িত্বে থাকা বাংলাদেশের প্রাক্তন ওপেনার তামিম ইকবালকে প্রশ্ন করেছিলেন দীনেশ কার্তিক যে কেন এভাবে ব্যাটিং করছেন শাকিব। তখন এক সময়ে শাকিবের জাতীয় দলের সতীর্থ তামিম বলেন যে, ব্যাট করার সময়ে মাথার অবস্থান ঠিক রাখার জন্যই এভাবে হেলমেটের ফিতে কামড়াচ্ছেন বাংলাদশের তারকা অলরাউন্ডার। কিছুদিন আগে কানাডা লিগে জার্সি কামড়াতে দেখা গিয়েছিল শাকিবকে। এবার হেলমেটের ফিতে কামড়ে ধরলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিফ ফিজিশিয়ান দেবাশিস চৌধুরী বলেন, ''এই ভাবনাটা পুরোটাই শাকিবের নিজের ছিল। আমরা কেউই ওকে কিছু বলিনি। ও নিজের থেকেই এই সিদ্ধান্ত নিয়েছিল যে হেলমেটের ফিতে এভাবে কামড়ে ধরেছিল।''
এদিকে, কানপুর টেস্টে অনিশ্চিত শাকিব। প্রথম টেস্টে ব্যাটিংয়ের সময় বুমরার বলে চোট পেয়েছিলেন আঙুলে। কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসার পর ফের ব্যাটিং করেছিলেন তিনি। কিন্তু বল করতে পারেননি তিনি।
এদিকে, ভারত বনাম বাংলাদেশ ও শ্রীলঙ্কা বনাম নিউজ়িল্যান্ড টেস্ট ম্যাচ শেষ হতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পয়েন্ট টেবিল প্রকাশ করেছে আইসিসি। চেন্নাইয়ে বাংলাদেশকে ২৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দুই টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। সেই সঙ্গে WTC পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছেন রোহিত শর্মারা। ২০২৩-২৩ সাইকেলে এখনও পর্যন্ত ১০টি টেস্ট ম্যাচ খেলেছে ভারত। তার মধ্যে ৭টি ম্যাচ জিতেছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের ঝুলিতে রয়েছে ৮৬ পয়েন্ট। সব মিলিয়ে জয়ের হার ৭১.৬৭ শতাংশ।
পরপর তিনবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার হাতছানি ভারতের সামনে। পরের বছর জুলাইয়ে ঐতিহাসিক লর্ডসে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রথম দুবার পারেনি, থার্ড টাইম লাকি কি হবে ভারত?