নয়াদিল্লি: এশিয়া কাপের (Asia Cup 2025) পর ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) মধ্যে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে, যার জন্য বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের দল ঘোষণা করেছে। ওয়েস্ট ইন্ডিজ বোর্ড আগেই তাদের দলের ঘোষণা করে দিয়েছিল। সিরিজ শুরু হতে আর এক সপ্তাহেরও কম সময় বাকি, তার আগে ওয়েস্ট ইন্ডিজ দল বড় ধাক্কা খেয়েছে। ফাস্টবোলার শামার জোসেফ (Shamar Joseph) সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ড সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানিয়েছে। বোর্ড তাদের পরিবর্তের নামও ঘোষণা করেছে।
চোটের কারণে ছিটকে গিয়েছেন শামার জোসেফ
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানিয়েছে। বোর্ড তাদের বিবৃতিতে বলেছে, "শামার জোসেফ চোটের কারণে ছিটকে গিয়েছেন এবং বাংলাদেশের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ শুরুর আগে তাঁর ফিটনেস পরীক্ষা করা হবে।"
২৬ বছর বয়সী জোসেফ গত বছর টেস্টে অভিষেক করেন, তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করে সারা বিশ্বে নিজের বিশেষ পরিচিতি তৈরি করেছেন। ভারতের বিরুদ্ধেও তিনি একজন প্রধান বোলার হতেন, তবে তাঁর ছিটকে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের জন্য একটি বড় ধাক্কা। ধারাবাহিকভাবে ঘণ্টায় ১৪০-১৪৫ কিলোমিটার গতিতে বল করেন জোসেফ। তাঁকে খেলতে না হলে স্বস্তি পাবেন ভারতীয় ব্যাটাররা।
জোসেফের পরিবর্তে কে?
জোহান লেনকে পরিবর্ত ঘোষমা করা হয়েছে। এখনও পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে কোনও ফর্ম্যাটে আন্তর্জাতিক অভিষেক করেননি। ২২ বছর বয়সী অলরাউন্ডার জোহান ১৯টি প্রথম শ্রেণির ম্যাচে ৩২ ইনিংসে ৪৯৫ রান করেছেন এবং ৬৬ উইকেট নিয়েছেন। প্রথম শ্রেণিতে তাঁর গড় ১৯.০৩। তিনি ৪ বার পাঁচ উইকেট শিকার করেছেন। সম্ভাবনা রয়েছে ভারতের বিরুদ্ধে তাঁর অভিষেক হওয়ার।
ভারত সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল
রস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), কেবলন অ্যান্ডারসন, এলিক আথানাজ, জন ক্যাম্পবেল, টেগনারায়ণ চন্দ্রপল, জাস্টিন গ্রিভস, শাই হোপ, টেভিন ইমলাচ, আলজারি জোসেফ, জোহান লেন, ব্র্যান্ডন কিংগ, অ্যান্ডারসন ফিলিপ, খারি পিয়েরে, জেডন সিলস।
ভারতের দল
শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পড়িক্কল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অক্ষর পটেল, নীতীশ কুমার রেড্ডি, এন জগদীশন, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ ও কুলদীপ যাদব।