নয়াদিল্লি: এক সময় ভারতীয় টপ অর্ডারের প্রাণ ছিলেন তিনি। রোহিতের সঙ্গে জুটি বেঁধে ওপেন করতে নেমে বিশ্বক্রিকেটে নিজের দাপট দেখিয়েছেন। তবে বহুদিনই জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না। শনিবার, ২৪ অগাস্ট আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটকে বিদায়ই জানিয়ে দিলেন শিখর ধবন (Shikhar Dhawan)। ৩৮ বছর বয়সে অবসর ঘোষণা করলেন তারকা ভারতীয় ক্রিকেটার।


শনিবার সকাল সকালই এক ভিডিও বার্তায়  নিজের অবসর ঘোষণা করেন শিখর। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর জন্য দুঃখ নয়, বরং ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে গর্বিত তিনি। ভিডিও বার্তায় গব্বর বলেন, 'জীবনের পথে এগিয়ে চলাটা জরুরি। সেই কারণেই আমি আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে আমার অবসর ঘোষণা করছি। আমি ভারতের হয়ে এতদিন ধরে খেলার সুযোগ পেয়েছি, মনে সেই শান্ত নিয়েই আমি বিদায় জানাচ্ছি। ভারতের হয়ে আর খেলতে পারব না ভেবে দুঃখ নয়, বরং আমি দেশের হয়ে এতদিন ধরে খেলার সুযোগ পেয়েছি এটা ভেবেই আমি আনন্দিত আমি।'


 






 


ভারতের হয়ে তিন ফর্ম্য়াট মিলিয়ে মোট ২৬৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শিখর ধবন। হাঁকিয়েছেন ২৪টি শতরান। ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে প্রথমবার ভারতের জার্সি গায়ে মাঠে নামেন শিখর। ১৬৭টি ওয়ান ডে ম্যাচে ৪৪.১১-র গড় ও ৯১.৩৫ স্ট্রাইক রেটে তিনি মোট ৬৭৯৩ রান করেছেন। আন্তর্জাতিক ওয়ান ডেতে মাত্র আটজন ব্যাটার নিজের কেরিয়ারে ৪০-র অধিক গড় এবং ৯০-র অধিক স্ট্রাইক রেটে পাঁচ হাজারের বেশি রান করেছেন। তাঁদের মধ্যে শিখর অন্যতম।


শিখর দেশের হয়ে ৩৪টি টেস্ট এবং ৬৮টি বিশ ওভারের আন্তর্জাতিক ম্যাচে যথাক্রমে ২৩১৫ ও ১৭৫৯ রান করেছেন। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের টেস্ট অভিষেকে ধবন মাত্র ৮৫ বলে শতরান হাঁকিয়েছিলেন। অভিষেক টেস্টে কোনও ব্যাটারের এটাই দ্রুততম শতরান। ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচ ম্যাচে ধবনের ৩৬৩ রান ভারতকে ট্রফি জেতাতে সাহায্য করে। ঘরোয়া ক্রিকেটেও তিনি ২০০৭-০৮ সালে দিল্লির রঞ্জি ট্রফিজয়ী দলের সদস্য ছিলেন। তবে জাতীয় দলের হয়ে ২০২২ সালের ডিসেম্বরের পর থেকে আর খেলেননি শিখর। এবার ৩৮ বছর বয়সে তিনি বিদায় জানালেন। 



















আরও পড়ুন: পাঁচ নয় এবার ছয়দিনে আয়োজিত হবে টেস্ট! সামনের মাসেই গলে বসছে আসর