নয়াদিল্লি: তিনি ছিলেন ছেলের ছায়াসঙ্গী। ক্রিকেট ম্যাচ না থাকলেই তিনি সারাদিন মেতে থাকতেন ছেলের সঙ্গে খুনসুটিতে। কখনও তাঁকে দেখা যেত ছেলের সঙ্গে জনপ্রিয় হিন্দি গানের তালে নাচছেন, কখনও ক্রিকেট খেলছেন। ছেলের সঙ্গে সাদৃশ্য রেখে একই হেয়ারস্টাইলেও নজর কেড়েছেন।


তবে ছেলে জোরাবরকে আর কাছে পান না শিখর ধবন (Shikhar Dhawan)। জোরাবর এখন থাকে অস্ট্রেলিয়ায়। মা আয়েশা মুখোপাধ্যায়ের (Ayesha Mukherjee) সঙ্গে। আয়েশার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার শিখর ধবনের।


ধবনের অভিযোগ, আদালত নির্দেশ দেওয়ার পরেও পুত্রের সঙ্গে দেখা করতে পারেন না তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জাতীয় দলের প্রাক্তন তারকা বলেছেন, 'দু'বছর হয়ে গেল ছেলেকে দেখিনি। এক বছরের বেশি সময় ওর গলাই শুনিনি। খুব কষ্ট হয়। কিন্তু এ ভাবেই বাঁচতে হবে। আমি ওর সঙ্গে আধ্যাত্মিকভাবে যোগাযোগ রাখছি। আমার মন ওর কাছেই পড়ে আছে। জানি, জোরাবরও আমার কথা ভাবে। মনে মনেই আমাদের মধ্যে কথা হয়। তা ছাড়া তো আমাদের যোগাযোগের আর কোনও উপায় নেই।'


ধবন জানিয়েছেন, ছেলেকে মেসেজ করেন তিনি। তবে উত্তর পান না। ধবন ভাবেন, কোনও দিন তাঁর পাঠানো বার্তা জোরাবর দেখতে পাবে। ধবন বলেছেন, 'আমি চাই ও সুস্থ থাকুক। আনন্দে থাকুক। আমি মাঝে মধ্যেই ওকে মেসেজ করি। জানি, ও সেগুলো দেখতে পাবে না। তা-ও মেসেজ করি। আমার ছেলের বয়স এখন ১১ বছর। তার মধ্যে মাত্র আড়াই বছর ওকে কাছে পেয়েছি।'


আরও পড়ুন: দৌড়ে পাঁচ ক্রিকেটার, শাহরুখের কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক কে?


প্রায় ২ বছর হয়ে গেল ছেলেকে কাছে পান না শিখর। ছেলের সঙ্গে যোগাযোগও বন্ধ। একবার ছেলেকে দিল্লির বাড়ি আনতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালতের নির্দেশে ছেলেকে একটি পারিবারিক অনুষ্ঠানে এনেছিলেন ধবন।


মানসিক নিষ্ঠুরতার কারণে ২০২৩ সালে আয়েশার সঙ্গে বিচ্ছেদ হয় শিখরের। দীর্ঘদিন ছেলেকে ধবনের থেকে দূরে সরিয়ে রাখার জন্য ও স্বামীর থেকে অনেক দূরে, ভিনদেশে থাকার জন্য বিবাহ বিচ্ছেদের রায় দেয় আদালত। বিয়ের পর কথা দিলেও ভারতে বসবাস করতে পারেননি আয়েশা। পাশাপাশি অভিযোগ ওঠে, অস্ট্রেলিয়ায় ধবনের তিনটি সম্পত্তি আয়েশার নামে করে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। আপাতত দুজন রয়েছেন বিশ্বের দুই প্রান্তে।


আরও পড়ুন: রান আউট বিতর্কে তোলপাড় ডব্লিউপিএল, তৃতীয় আম্পায়ারের এত বড় ভুল?