দুবাই: আর মাত্র দিনকয়েক বাকি, তারপরেই শুরু হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির ( ICC Champions Trophy 2025) মহারণ। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতীয় দল নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে। তার আগে ইতিমধ্যেই দুবাইয়ে পৌঁছে গিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। মরুদেশে টিম ইন্ডিয়া আসন্ন মেগা টুর্নামেন্টের জন্য অনুশীলনও শুরু করে দিয়েছে। আর সেই অনুশীলনেই বিপত্তি।


রবিবার আইসিসি অ্যাকাডেমিতে টিম ইন্ডিয়া অনুশীলন সারছিল। সেই সময়ই হাঁটুতে চোট পান ভারতীয় দলের তারকা কিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। খবর অনুযায়ী ঋষভ নেটে ব্যাটিংরত হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) ঠিক পাশেই দাঁড়িয়েছিলেন। সেই সময় হার্দিকের এক শটে বল তাঁর হাঁটুতে এসে লাগে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন পন্থ। দুর্ভাগ্যবশত পন্থ গাড়ি দুর্ঘটনায় যে হাঁটুতে চোট পেয়েছিলেন সেই হাঁটুতে গিয়েই হার্দিকের শটে বল লাগে। স্পষ্টতই মাঠে শুয়ে ব্যথায় কাতরাতে দেখা যায় পন্থকে।


টিম ইন্ডিয়ার মেডিক্যাল স্টাফ দ্রুতই পন্থের দিকে ছুটে যান এবং তাঁর হাঁটুতে বরফ দেওয়া হয়। বরফ ঘষার পন্থ নিজের পায়ে তো উঠে দাঁড়ান, তবে তাঁকে খোড়াতে দেখা যায়। কোনওক্রমে ব্যান্ডেজ বেঁধে তিনি সাজঘরে খুঁড়িয়ে খুঁড়িয়েই ফিরে যান। তাঁর মারা শটে পন্থ এমনভাবে আহত হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন দেখায় হার্দিককে।     


খানিকক্ষণ পরে পন্থ ব্যাটিং করতেও প্যাড পরে নেটে নামেন। এই চোট লাগার পর তাঁকে স্বাচ্ছন্দ্য না দেখালেও, তিনি ব্যাটিং করতে নামায় এটুকু আশা করাই যায় যে তাঁর চোট খুব গুরুতর বা দীর্ঘমেয়াদি নয়। পন্থকে নেটে ব্যাটিংয়ের আগে ব্যথা ভুলে অক্ষর পটেলের সঙ্গে হাসিঠাট্টাও করতে দেখা যায়। তবে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতে প্রথম একাদশে জায়গা পাবেন কি না, সেই নিয়ে সন্দেহ রয়েছে। 


অজিত আগরকর পন্থকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সময় প্রথম পছন্দের কিপার বলে দাবি করলেও, ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট কিন্তু সদ্য সমাপ্ত ইংল্যান্ড ওয়ান ডে সিরিজ়ে তাঁকে একটি ম্য়াচও খেলায়নি। কেএল রাহুলই কিপার-ব্যাটার হিসাবে সুযোগ পান এবং তাঁর ব্যর্থতা সত্ত্বেও তাঁকে ব্যাক করা হয়। শোনা যাচ্ছে এই বিষয়ে অধিনায়ক রোহিত শর্মা , কোচ গৌতম গম্ভীর এক মেরুতে এবং প্রধান নির্বাচক অজিত আগরকর সম্পূর্ণ ভিন্ন মেরুতে। বাংলাদেশ ম্যাচে কার হাতে দস্তানা জোড়া উঠে, এখন সেটাই দেখার বিষয় হতে চলেছে। 


আরও পড়ুন: প্রথম দিনেই ইডেনে ব্লকবাস্টার, বিরাটদের বিরুদ্ধে মাঠে নামছে কেকেআর, প্রকাশিত আইপিএলের পূর্ণাঙ্গ সূচি