নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ফিল্ডিংয়ের সময় ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তারপর বেশ খানিকটা সময় তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তারপর আপাতত দেশে ফিরেছেন ভারতীয় ওয়ান ডে দলের সহ-অধিনায়ক। তিনি সুস্থ হওয়ার পথে এগোচ্ছেন। তবে তা সত্ত্বেও শ্রেয়সের আসন্ন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজ়ে (India vs South Africa) খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
সূত্রের খবর অস্ট্রেলিয়ায় চোট লাগার পর প্রাথমিকভাবে যা মনে করা হয়েছিল, তার থেকে আইয়ারের চোট অনেক বেশি গুরুতর ছিল। তারকা ক্রিকেটারের অক্সিজেন লেভেল কমতে কমতে একসময় ৫০-এ নেমে গিয়েছিল বলে খবর। ভারতীয় বোর্ডের সঙ্গে যুক্ত এক সূত্র এ বিষয়ে জানান, 'প্রায় দশ মিনিট ওঁ তো সোজা হয়ে দাঁড়াতেই পারছিল না। ওঁর চারিদিকে ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল। জ্ঞান ফিরতে বেশ খানিকটা সময় লাগে।'
গত সপ্তাহেই শ্রেয়সকে অবশেষে হাসপাতাল থেকে ছাড়া হয়। তারপর দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরলেও নিরন্তর শ্রেয়সকে ডাক্তারদের নজরদারিতে রাখা হয়েছে। শোনা যাচ্ছে সম্পূর্ণভাবে ফিট হয়ে মাঠে নামতে শ্রেয়সের এখনও মাসখানেকের বেশি সময় লাগবে। ৩০ নভেম্বর থেকে প্রোটিয়া দলের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় খেলতে নামবে ভারত। তার আগে শ্রেয়স ফিট হতে পারবেন না বলেই ধরে নেওয়াই যায়।
এই বিষয়ে এক বোর্ড আধিকারিক জানান, 'বোর্ড বা নির্বাচন কমিটি কেউই এই চোটের পরে ওকে তড়িঘড়ি দলে ফেরাতে চায় না। ওর সম্পূর্ণ ফিট হতে আরও সময় লাগবে এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ে ওর অংশগ্রহণ করা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।'
ওয়ান ডে সিরিজ় শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি রয়েছে। তাঁর আগে শুক্রবার, ১৪ নভেম্বর থেকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ় শুরু হতে চলেছে। প্রথম টেস্টটি কলকাতাতেই আয়োজিত হবে। দিল্লির নাশকতার পর কিন্তু এই ম্যাচ ঘিরে ক্রিকেটারদের নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে।
এই প্রথম টেস্টে দুই দেশের দুই জননায়ক, দুই দেশের দুই প্রাণপুরুষও বটে মোহনদাস করমচাঁদ গাঁধী ও নেলসন ম্যান্ডেলাকে সম্মান জানানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্ণবৈষম্য দূর করা থেকে শুরু করে শান্তি ও অহিংসার বার্তার বিশ্বব্যাপী প্রচারের মুখ ছিলেন এই দুই কিংবদন্তি। তাঁদের শ্রদ্ধা জানানোর জন্যই ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের নামকরণ হয়েছে ফ্রিডম ট্রফি।
শুক্রবার যখন ইডেনে টস করতে যাবেন দুই দলের দুই অধিনায়ক - শুভমন গিল ও তেম্বা বাভুমা, তাঁদের হাতে থাকবে বিশেষ একটি সোনার মুদ্রা। সেই মুদ্রা দিয়েই হবে টস। কী এই মুদ্রার বিশেষত্ব? সোমবার সৌরভ জানালেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের প্রথম ম্য়াচে ইডেনে টসের জন্য বিশেষ কয়েন বানানো হয়েছে। সৌরভ বললেন, 'কয়েনের একদিকে থাকবে গাঁধীজির মুখ। অন্যদিকে ম্যান্ডেলার মুখ। এই সিরিজের জন্যই এই বিশেষ মুদ্রাটি তৈরি করা হয়েছে সোনা দিয়ে।'