মুম্বই: আইপিএল (IPL 2024) শুরু হতে আর সপ্তাহখানেক সময় বাকি। তার আগেই কলকাতা নাইট রাইডার্সের (KKR) উদ্বেগ বাড়িয়ে রঞ্জি ফাইনালে শেষ দু'দিন ফিল্ডিং করতে মাঠেই নামেননি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তাঁর আইপিএলের প্রথম ভাগে খেলা নিয়েও তৈরি হয়েছে জল্পনা হয়েছিল। তবে এরই মাঝে শ্রেয়স আইয়ারের নাচের এক ভিডিও ভাইরাল হয়েছে যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রবল শোরগোল।  


পিচের চোটে দীর্ঘদিন ধরেই ভুগছেন শ্রেয়স আইয়ার। রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচেও পুরনো চোট মুম্বইয়ের তারকাকে ভুগিয়েছে বলে খবর। এই পিঠে ব্যথার কথা জানানোর পর কেকেআর অধিনায়কের স্ক্যানও করানো হয়েছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে। তবে মুম্বইয়ের রেকর্ড ৪২তম ট্রফি জয়ের পর সেলিব্রেশনের সময় শ্রেয়সকে আনন্দে মাঠেই কোমর দুলিয়ে হাত তুলে নাচতে দেখা যায়। নেটিজেনরা এইসব ভিডিও চাক্ষুষ করে দাবি করেন শ্রেয়সের যদি চোটই থাকে, তাহলে তিনি এভাবে নাচ করছেন কী করে?


 



 


 



 


 



 


 






 


শ্রেয়সকে নিয়ে চোট বিতর্ক অবশ্য নতুন কিছু নয়। এর আগে রঞ্জির কোয়ার্টার ফাইনাল ম্যাচের সময়ও তিনি পিঠের চোটের অভিযোগ জানিয়ে মুম্বইয়ের হয়ে মাঠে নামা থেকে নিজেকে বিরত রাখেন। কিন্তু এনসিএ-র মেডিক্যাল দল স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে শ্রেয়সের কোনওরকম চোট নেই। এই নিয়ে বিতর্কের ঝড় উঠে। বোর্ডের নির্দেশ সত্ত্বেও ঘরোয়া ক্রিকেটের ম্যাচ খেলবেন না বলেই শ্রেয়স চোটের অজুহাত দিয়েছিলেন বলে বিভিন্ন মহলে দাবি করা হয়। এর পরপরেই ভারতীয় বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন শ্রেয়স। সাম্প্রতিক এই ভাইরাল ভিডিও ফের একবার শ্রেয়সের চোট নিয়ে কিন্তু প্রশ্ন খাড়া করে দিল। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: অবসরের মঞ্চে অভিনব পুরস্কার সতীর্থকে, মন জিতে নিলেন রাহানে