মুম্বই: পৃথ্বী শ। গত কয়েক মাসে বারবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিনি। একসময়ের সচিনের সঙ্গে যার তুলনা করা হত, সেই প্লেয়ারটিই এখন দলে জায়গা হারিয়েছেন। নিলামে কোনও দল তাঁকে ন্যূনতম মূল্যেও দলে নিতে রাজি হয়নি। অনূর্ধ্ব ১৯ ভারত অধিনায়ক হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন। এরপর জাতীয় দলে অভিষেক টেস্টেই শতরান। কিন্তু এরপর থেকেই পারফরম্য়ান্স গ্রাফ ক্রমেই নীচের দিকে। পরের ছয় বছরে মাত্র ১১টি আন্তর্জাতিক ম্য়াচ খেলেছেন। কখনও শৃঙ্খলাভঙ্গের দায়ে তো কখনও ফিটনেস ইস্যু। জাতীয় দলে তো ব্রাত্য হয়েইছেন, গত রঞ্জিট্রফিতেও মুম্বই শিবিরে জায়গা হয়নি পৃথ্বীর। মুস্তাকে যদিও ছিলেন মুম্বই দলে। তবে একটা দুটো ম্যাচ ছাড়া সেভাবে জ্বলে উঠতে পারেননি। এই পরিস্থিতিতে পৃথ্বীকে শুধরে যাওয়ার নির্দেশ দিচ্ছেন তাঁর রাজ্য দলের অধিনায়ক ও জাতীয় দলের ক্রিকেটার শ্রেয়স আইয়ার


গত আইপিএলে কেকেআর অধিনায়ক হিসেবে আইপিএল জিতেছেন। এবার মুস্তাকেও মুম্বইয়ের অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন হলেন শ্রেয়স। কেকেআর তাঁকে রিটেন না করলেও পাঞ্জাব প্রায় ২৬ কোটি মূল্যে দলে নিয়েছে শ্রেয়সকে। মুম্বই চ্যাম্পিয়ন হওয়ার পর পৃথ্বীকে নিয়ে প্রশ্ন করা হলে শ্রেয়স বলেন, ''আমরা কাউকে বেবিসিট করে রাখছি না দলে। প্রত্যেক পেশাদার ক্রিকেটার যাঁরা এই পর্যায়ে ক্রিকেট খেলছে, তাঁদের জানা উচিৎ যে কী করা উচিৎ তাঁদের। পৃথ্বী আগেও পারফর্ম করেছে। আগেও খারাপ পরিস্থিতি থেকে উঠে এসেছে। আমার মনে হয় ওর নিজের নিজেকে প্রশ্ন করা উচিৎ। নিজের ভুলগুলো নিজের চোখ দিয়েই দেখা উচিৎ। কী করতে হবে, সেই উত্তর ওকেই বের করে নিতে হবে।''


মুস্তাক আলিতে ৯ ইনিংসে ১৯৭ রান করেছেন। স্ট্রাইক রেট ১৫৬.৩৪। প্রাক্তন কেকেআর অধিনায়ক বলছেন, ''পৃথ্বীর নিজের ওয়ার্ক এথিক্সের দিকে লক্ষ্য রাখতে হবে। যদিও তা একবার বদলে দিতে পারে। আবার মূলস্রোতের ক্রিকেটে ফিরে আসতে পারবে জাতীয় দলে।''


আইপিএলের নিলামে পৃথ্বীর ন্যূনতম মূল্য ছিল ৭৫ লক্ষ টাকা। তবু অবিক্রিত থেকে গিয়েছেন পৃথ্বী। কোনও দলই তাঁকে নেওয়ার আগ্রহ দেখায়নি।  তার আগে ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচের আগে মুম্বই দল থেকেও ছেঁটে ফেলা হয়েছিল পৃথ্বীকে। তবে চলতি সৈয়দ মুস্তাক আলি টি-২০-র দলে ফেরানো হয়েছে পৃথ্বীকে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।