কলকাতা: বাংলাদেশ জুড়ে চলছে প্রবল ভারত-বিদ্বেষী হাওয়া। যে ভারতের সাহায্য়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই ভারতেরই বিরোধিতায় সে দেশের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মহম্মদ ইউনূস! সোমবার বিজয় দিবসের ভাষণেও যিনি ভারতকে নিশানা করেছেন। দিল্লি থেকে ইউরোপীয় ইউনিয়নের ভিসা অফিস ঢাকায় সরানোর পক্ষে সওয়াল করেছেন নোবেলজয়ী।


আর সেই আবহেই কেরিয়ারকে কলঙ্কমুক্ত করতে ভারতেরই শরণাপন্ন হতে পারেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। যাঁর বোলিং অ্যাকশনকে অবৈধ ঘোষণা করা হয়েছে। তাও এমন একটা সময়ে, যখন শাকিরে কেরিয়ার কার্যত শেষ লগ্নে। আর বোলিং অ্যাকশন নিয়ে বিপত্তি কাটাতে ভারতেরই দ্বারস্থ হতে পারেন বাংলাদেশি অলরাউন্ডার। নিজের দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে যিনি দেশছাড়া।


শোনা যাচ্ছে, চেন্নাইয়ে বায়োমেকানিক্যাল পরীক্ষা দিতে আসতে পারেন বাংলাদেশের অলরাউন্ডার শাকিব। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড শাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিল। পরে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিও জানিয়েছে যে, শাকিবের বোলিং অ্যাকশন অবৈধ। তাঁর কনুই নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ভাঙছে। তাই কোনও ম্যাচে আর বল করতে পারবেন না বিশ্বের প্রাক্তন সেরা অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে তো নয়ই, এমনকী, ঘরোয়া ক্রিকেটেও শাকিবের বোলিং নিষিদ্ধ করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে তাঁকে রাখা হলেও সেটা হবে শুধু ব্যাটার হিসাবে।


তবে শাকিবও হাল ছাড়ার পাত্র নন। শোনা যাচ্ছে, তিনি সিদ্ধান্ত নিয়েছেন বোলিং অ্যাকশনের পরীক্ষায় বসবেন এবং ছাড়পত্র নিয়ে ফের বোলিং শুরু করবেন। আর সেই পরীক্ষা তিনি দিতে পারেন চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র ইউনিভার্সিটিতে। যেখানে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন কিংবদন্তি মুথাইয়া মুরলীধরন, কলকাতা নাইট রাইডার্সের বিস্ময় স্পিনার সুনীল নারাইনরাও। শোনা যাচ্ছে, আগামী ২১ ডিসেম্বর চেন্নাইয়ে পরীক্ষায় বসবেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক।


আরও পড়ুন: আইপিএল নিলামের ছায়া ডব্লিউপিএলেও, ভারতীয় ক্রিকেটারেরা বিক্রি হলেন চড়া দামে


চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র ইউনিভার্সিটিতে সারা গায়ে ক্যামেরা লাগিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘণ্টাদুয়েক পরীক্ষা দিতে হবে শাকিবকে। তার ভিত্তিতেই পরীক্ষা করে দেখা হবে, বল করার সময়ে শাকিবের কনুই নির্ধারিত মানের বেশি ভাঙছে কি না। যদি চেন্নাইয়ের পরীক্ষায় শাকিব ছাড়পত্র পেয়ে যান, তাহলে আবার বল করতে পারবেন তিনি।


আরও পড়ুন: বুমরার লড়াই সত্ত্বেও দ্রুত ৪ উইকেট হারিয়ে কোণঠাসা ভারত, ব্রিসবেনে বাঁচাবে কি বৃষ্টি?







আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।