নয়াদিল্লি: সাম্প্রতিক সময়টা শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) জন্য খুব একটা ভাল কাটছে না। তাঁর ফর্ম এমনকী জাতীয় দলে জায়গা নিয়ে উঠছে সওয়াল। এবার তাঁর ফিটনেস নিয়েও বড় রকমের প্রশ্নচিহ্ন উঠে গেল। অনুশীলনে দীর্ঘক্ষণ ব্যাটিংয়ের সময় তাঁর পিঠে খিঁচ এবং কুঁচকিতেও ব্যথা অনুভব হচ্ছে বলে জানান শ্রেয়স আইয়ার।
শ্রেয়স আইয়ার দীর্ঘদিন ধরেই পিঠের চোটে ভুগছেন। চোটের জেরে তিনি গত মরশুমের আইপিএলে অংশগ্রহণ করতে পারেননি। অস্ত্রোপ্রচার পর্যন্ত করাতে হয়। বিশ্বকাপের আগে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটালেও মেগা টুর্নামেন্টের পর থেকে ফের সেই চোট ভোগাচ্ছে ভারতীয় তারকা ব্যাটারকে। রিপোর্ট অনুযায়ী, শ্রেয়স আইয়ার ভারতীয় মেডিক্যাল দলকে অভিযোগ জানান যে তিনি ৩০ বা তার অধিক বল খেললেই বিশষে করে ফরোয়ার্ড ডিফেন্সের মতো কিছু শট খেলার সময় কোমরে টান অনুভব করছেন, ব্যথা হচ্ছে কুঁচকিতেও।
তবে যেহেতু অস্ত্রোপ্রচারের পর এই ঘটনা প্রথম ঘটল। তাই বিসিসিআইয়ের মেডিক্যাল দলের তরফে তাঁকে আপাতত বিশ্রাম নিতে বলা হয়েছে। নিজের ফিটনেস ফিরে পেতে এরপর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেও যেতে হবে শ্রেয়সকে। এই চোটের জেরে ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে সিরিজ়ের বাকি তিন টেস্টে শ্রেয়সের অংশগ্রহণ করা নিয়ে বড় রকমের প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল। শ্রেয়স অনুপস্থিত থাকলে ভারতীয় দলের চিন্তাও যে বাড়বে তা বলাই বাহুল্য।
এমনিই বিরাট কোহলি ব্যক্তিগত কারণে প্রথম দুই টেস্ট খেলেননি। বাকি টেস্টগুলিতেও তাঁর খেলা নিয়ে প্রশ্নচিহ্ন আছে। চোটের জেরে দ্বিতীয় টেস্টে কেএল রাহুল এবং রবীন্দ্র জাডেজাও খেলতে পারেননি। অবশ্য কেএল রাহুল আসন্ন ম্যাচের আগে ফিট হয়ে যাবেন বলেই খবর। সেক্ষেত্রে আইয়ারের বদলি হিসাবে সরাসরি ভারতীয় মিডল অর্ডারে সুযোগ পেতে পারেন রাহুল। দ্বিতীয় টেস্টে কেএল রাহুলের অনুপস্থিতিতে আবার ভারতীয় দলে সরফরাজ খানরা ডাক পেয়েছিলেন। সরফরাজ ঘরোয়া ক্রিকেটে অনবদ্য ফর্মে রয়েছেন। তাঁকেও জাতীয় দলে অভিষেক ঘটাতে দেখা যেতে পারে। অজিত আগরকরের তত্ত্বাবধানে ভারতীয় নির্বাচকরা বাকি তিন টেস্টের দল নির্বাচিত হবে বলে খবর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: চরমে বিবাদ! সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করলেন হার্দিক-রোহিত?