মীরপুর: সাম্প্রতিক সময়ে ভারতীয় দল (Indian Cricket Team) পরপর দুই সিরিজ হারলেও, ব্যক্তিগতভাবে দুরন্ত ছন্দে রয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। বাংলাদেশের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজেও সেই ফর্ম অব্যাহত। বাংলাদেশের বিরুদ্ধে গতকাল ভারতের হয়ে সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলেন শ্রেয়স। ১০২ বলে এই ৮২ রানের ইনিংসের সুবাদেই ভারতীয় হিসাবে এক অনন্য রেকর্ড গড়ে ফেললেন শ্রেয়স।


শ্রেয়সের রেকর্ড


গতকালের ইনিংসের সুবাদে শ্রেয়স আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে ১৫০০ রানের গণ্ডি পার করে ফেললেন। ৩৮টি ম্যাচে ৩৪টি ইনিংস খেলে শ্রেয়সের মোট সংগ্রহ ১৫৩৪ রান। তাঁর ব্যাটিং গড় ৪৯.৪৮। নিজের ছোট ওয়ান ডে কেরিয়ারে ইতিমধ্যেই দুইটি শতরান ও ১৪টি অর্ধশতরান করে ফেলেছেন শ্রেয়স। ৩৪ ইনিংসে ১৫০০ রান সম্পূর্ণ করে তিনি কেএল রাহুলের রেকর্ড ভেঙে ফেললেন। শ্রেয়সই দ্রুততম ভারতীয় ব্যাটার হিসাবে ১৫০০ ওয়ান ডে রান করলেন। এর আগে রাহুলের দখলে এই কৃতিত্ব ছিল। তিনি ৩৬ ইনিংসে ১৫০০ রানের গণ্ডি পার করেছিলেন। শ্রেয়স দুই ইনিংস কম খেলেই সেই গণ্ডি পার করে ফেললেন। এই তালিকায় যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি ও শিখর ধবন। উভয়েই ৩৮ ইনিংসে ১৫০০ রান করেছিলেন।


 রোহিতের রেকর্ড


ম্যাচের দলের হার সত্ত্বেও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ৫১ রানের লড়াকু ইনিংস সকলেরই নজর কেড়েছে। ফিল্ডিং করার সময় হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন তিনি। চোট এতটাই গুরুতর ছিল যে, যন্ত্রণায় আর ফিল্ডিংই করতে নামেননি রোহিত। সাধারণত যিনি ইনিংস ওপেন করেন, সেই রোহিত নেমেছিলেন নয় নম্বরে। চোট নিয়ে দলকে জেতাতে না পারলেও নতুন রেকর্ড গড়েন রোহিত।


২৮ বলে ৫১ রান করে অপরাজিত ছিলেন ভারত অধিনায়ক। নিজের ইনিংসে পাঁচ পাঁচটি ছক্কা হাঁকান রোহিত। এর সুবাদেই প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০টি ছয় মারার রেকর্ড গড়লেন 'হিটম্যান'। এই ইনিংসের পর আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ছক্কা সংখ্যা দাঁড়াল ৫০২। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড কিন্তু ক্রিস গেলের দখলে রয়েছে। 'ইউনিভার্স বস' আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৫৫৩টি ছয় হাঁকিয়েছেন। গেলের পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। তিনি মোট ৪৭৬টি ছয় মেরেছেন।


আরও পড়ুন: পরপর দুই সিরিজ হার, স্বভঙ্গিমায় ভারতীয় দলের সমালোচনায় মুখর সহবাগ