মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন শুভমন গিল। প্রথমবার ইংল্যান্ড সফরে এসেছিলেন অধিনায়ক হিসেবে। চাপ সামলে দলকে দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন। সিরিজ ড্র করেছে ভারত। শুভমনও পাঁচ টেস্টে ৭৫৪ রান করেছেন। এবার টি-টোয়েন্টি ফর্ম্য়াটে এশিয়া কাপে কি শুভমন গিল অটোমেটিক চয়েস হতে চলেছেন? উত্তর কিন্তু না..
আসলে টেস্ট ফর্ম্য়াটে যতই দুর্দান্ত পারফরম্য়ান্স থাক না কেন গিলের, টি-টােয়েন্টি ফর্ম্য়াটে এখনও পর্যন্ত নিজের জায়গা জাতীয় দলে পাকা করতে পারেননি। এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২১টি ম্য়াচ খেলেছেন গিল। ৫৭৮ রান ঝুলিতে পুরেছেন তিনি। ৩০.৪২ গড়ে ব্যাটিং করেছেন। ১৩৯.২৭ স্ট্রাইক রেটে রান করেছেন গিল।
একমাত্র অভিষেক শর্মার জায়গায় গিলের জায়গা হতে পারে ওপেনিং স্লটে। কিন্তু বাঁহাতি তরুণ ব্যাটার কুড়ির ফর্ম্য়াটে দারুণ ছন্দে রয়েছেন। জাতীয় দলের জার্সিতে ১৭টি-টোয়েন্টি ম্য়াচে ৫৩৫ রান করেছেন। ১৯৩.৮৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। তাই অভিষেকের পরিবর্তে গিলের সুযোগ পাওয়া কিছুটা চাপের ওপেনিং স্লটে।
তিন নম্বর স্লটে গিলের কিছুটা সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই স্লটেও তিলক বর্মা রয়েছেন। ডানহাতি ব্যাটার ২৫টি টি-টোয়েন্টি ম্য়াচে ৭৪৯ রান করেছেন। ঈর্ষণীয় ৫০ গড়ে ১৫৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। টি-টােয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের বাকি মিডল অর্ডার মোটামুটি পাকা। সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে ও রিঙ্কু সিংহ।
আগামী কয়েকদিনের মধ্য়েই হয়ত এশিয়া কাপের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হবে। তাতে গিলের জায়গা হয় কি না তা দেখার।